ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ‘গেট’ পরীক্ষা

ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ‘গেট’ পরীক্ষা

8f9b7bdeb0d2dc8f61166349ee40fe88

কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য ২০২২ সালের গেট পরীক্ষার দরখাস্ত জমা নেওয়া শুরু হয়েছে৷ এবার এই পরীক্ষা নেবে আইআইটি খড়গপুর৷ উচ্চমাধ্যমিক পাশ করার পর বা ডিপ্লোমা কোর্স পাশের পর ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা আর্কিটেকচার ৫ বছরের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন৷ এবছরের ফাইনাল বর্ষের প্রার্থীরা যোগ্য৷ সায়েন্সের ৪ বছরের ফাইনাল বর্ষের (বি এস) প্রার্থারাও যোগ্য৷

বিজ্ঞান,অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাস বা এবছরের ফাইনাল বর্ষের প্রার্থীরাও যোগ্য৷ মাস্টার ডিগ্রি কোর্সের ৪ বা ৫ বছরের কোর্স পাশ কিংবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ডুয়াল ডিগ্রি কোর্স পাশরাও যোগ্য ইন্টিগ্রেটেড এম এস সি.র ৫ বছরের ফাইনাল বর্ষের প্রার্থী কিংবা ইন্টিগ্রেটেড বি.এসসি. বা এম.এসসির ৫ বছরের কোর্স পাশরাও যোগ্য৷ গেট পরীক্ষায় স্কোর কার্ডে মেয়াদ ৩ বছর৷ প্রার্থী বাছাই হবে GATE-2022 র মাধ্যমে ৷ পরীক্ষা হবে ৫,৬,১২,ও১৩ ফ্রেব্রুয়ারি৷ অনলাইনে  বালারোস, বেরহামপুর,(ওড়িশা), ভিলাই, ভুবনেশ্বর, বিলাসপুর, কটক, হুগলী, জামশেদপুর, কাকিনাড়া, খড়গপুর,
কলকাতা, রায়পুর, রাচী, রৌরকেল্লা, সম্বলপুর, বিশাখাপওনম কেন্দ্রে পরীক্ষা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *