জিএটিই ২০২২ পরীক্ষায় দু’টি পেপার যুক্ত

জিএটিই ২০২২ পরীক্ষায় দু’টি পেপার যুক্ত

নয়াদিল্লি: আগামী বছরের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় নাভাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং বা এনএম এবং জিওমেটিস ইঞ্জিনিয়ারিং অথবা জিই, দু’টি ক্ষেত্রেই সম্পূর্ণ নতুন দু’টি পেপার যুক্ত হচ্ছে। জিএটিই ২০২২ পরীক্ষায় অন্যান্য বিষয়ের মতোই এবার নাভাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং এবং জিওমেটিস ইঞ্জিনিয়ারিং-এ এই দু’টি পেপারে ১৫ নম্বরের জেনারেল অ্যাপটিটিউড বিভাগ থাকবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৫, ৬, ১২ এবং ১৩ তারিখ জিএটিই পরীক্ষার আয়োজন করেছে আইআইটি খড়গপুর। এক্ষেত্রে কম্পিউটার বেসড পরীক্ষা পদ্ধতি অবলম্বন করা হবে বলেও জানা গিয়েছে। এমটেক, আইআইটির নানান পোস্ট গ্রাজুয়েট কোর্স এবং অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

জিএটিই কর্তৃপক্ষ জানিয়েছে, জিওমেটিস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গোটা সিলেবাসে দু’টি বিভাগ থাকবে। এর মধ্যে পার্ট- এ ৫৫ নম্বরে এবং পার্ট- বি ৩০ নম্বরে বিভক্ত হয়েছে। আর নাভাল ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটিই বিভাগ থাকবে, যা ৮৫ নম্বরের হবে। এই দু’টি পেপারই ভবিষ্যতে স্নাতক স্তরের পরীক্ষার্থীদের জন্য খুবই লাভজনক হবে বলে জিএটিইর অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি এবং জিও- ইনফরমেটিসকে শক্তিশালী করে গড়ে তুলতে এই পদক্ষেপ গৃহীত হয়েছে।

আবেদন পদ্ধতি
২০২২ সালের জিএটিই পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি, খড়গপুর। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট gate.iitkgp.ac.in এ গিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল থেকে শুরু হয়ে চলবে  ২৪ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত। আবেদনের পর পরীক্ষার্থীদের কোনও অতিরিক্ত তথ্য প্রদান বা কাটাছেড়ার জন্য সময় দেওয়া হয়েছে ২৪ অক্টোবর থেকে নভেম্বর ২০২১ পর্যন্ত৷ ১২ নভেম্বর, ২০২১ কারেশনের জন্য ধার্য করা হয়েছে৷ যদিও এক্ষেত্রে পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি জমা দিতে হবে। 

 

আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২,০০০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে৷ তবে এসটি, এসসি, পিডব্লিউডি এবং মহিলা প্রার্থীদের মোট ফির ৫০% অর্থাৎ ৭৫০ টাকা দিতে হবে। দেরিতে ফি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =