পাটনা: গণনা বিষয়টা অনেকেরই না পসন্দ, তা সে ছেলে, কিংবা বুড়ো৷ কিন্তু সেই সংখ্যা ভিত্তিক গণনা – যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমন্বিত গণিত যে নামেই ডাকা হোক না কেন, যখন অনায়াসেই সমাধান করার কৌশল আয়ত্ব হয়ে যায়, তখন যেন একদা আতঙ্কের বিষয় গণিত মানুষের প্রিয় বন্ধু হয়ে যায়৷ সম্প্রতি এরকমই একটি ঘটনা সোস্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে৷
বিহারের এক গণিত শিক্ষিকা শিশুদের গণিত ভীতি তাড়াতে এক অসাধারণ কৌশলের সূচনা করেছেন৷ যার প্রয়োগের ফলে এখন থেকে আর নামতা মুখস্ত করার জন্য মাথা ফাটাতে হবে না শিশুদের৷ কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলেই পাওয়া যাবে গণিত বিষয়ক প্রশ্নের সহজ উত্তর৷
Whaaaat? I didn’t know about this clever shortcut. Wish she had been MY math teacher. I probably would have been a lot better at the subject! #whatsappwonderbox pic.twitter.com/MtS2QjhNy3
— anand mahindra (@anandmahindra) January 22, 2020
সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ভিডিও তিন লক্ষের ও বেশি মানুষ দেখেছেন৷ আনুমানিক দু লাখের কাছাকাছি শেয়ার হয়েছে৷ ভিডিও শেয়ারকারী মানুষের তালিকায় রয়েছেন স্বয়ং এসআরকে৷ অল্প সময়ের মধ্যে এই ভিডিও শিক্ষিকা রুবি কে তাঁর নিজের অঞ্চল তো বটেই সারা দেশের মানুষদের কাছে জনপ্রিয় করে তুলেছে৷ সাধারণ মানুষজনদের মুখে এখন একটাই কথা, শিক্ষকরা যদি ছাত্রদের পছন্দ অপছন্দের বিষয়গুলির প্রতি এতোটা দায়িত্ববান হন তাহলে শিক্ষার হার বৃদ্ধির অভিমুখে আসা সব বাধাই তুচ্ছ হয়ে যাবে৷