অনিশ্চয়তার মুখে আড়াইশো বিএড কলেজের ভবিষ্যৎ!

কলকাতা: আগামী শনিবার, অর্থাৎ ৪ নভেম্বর রাজ্যের বিএড কলেজের পুনর্নবীকরণের শেষ দিন। অথচ রাজ্যের প্রায় আড়াইশোর মতো বেসরকারি বিএড কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, তাঁদের কলেজের পুনর্নবীকরণের অনুমতিই দিচ্ছে না রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়৷
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (এনটিসিই)-এর নিয়ম মোতাবেক, বিএড কলেজগুলিতে পড়ুয়া ও শিক্ষকের নির্দিষ্ট অনুপাত রাখতে হয়। ছাত্রছাত্রীর তুলনায় কলেজে শিক্ষকের সংখ্যা কম থাকলে চলবে না। অভিযোগ, যে সব কলেজে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে, তাদের পুনর্নবীকরণের অনুমতি দেওয়া হচ্ছে না।
এমতাবস্থায় অধ্যক্ষরা বলছেন, শিক্ষকের এই অপ্রতুলতার জন্য তাঁরা দায়ী নন। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিক্ষকেরা কলেজ ছেড়ে চলে গিয়েছেন৷ পরিস্থিতি সামাল দিতে শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছে৷ অথচ তাঁদের ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে অধ্যক্ষদের একাংশের আবেদন, বিএড কলেজের পুনর্নবীকরণের সময়সীমা বাড়ানো হোক।
রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মোট ৬০০টি বেসরকারি এবং ২৪টি সরকারি বিএড কলেজ রয়েছে। বেসরকারি ৬০০টি কলেজের মধ্যে ৩৫০টি কলেজ সমস্ত শর্ত পূরণ করায় তাদের পুনর্নবীকরণ হয়ে গিয়েছে। যারা পারেনি, তারা শেষ মুহূর্তে এসে জানাচ্ছে৷ তাই তাদের অনুমতি দেওয়া হয়নি৷