কলকাতা: আগামী ৭ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মান জানানো হবে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে। তাঁকে ডিলিট সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
এ ছাড়াও দু’জন বিশিষ্ট চিকিৎসককে ডিএসসি দেওয়া হবে। একজন হলেন, প্রবীণ মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায় এবং অপরজন দিলীপ মহালনবিশ। তাঁকে ওআরএস-এর আবিষ্কর্তা বলা হয়। এছাড়াও তিনজন প্রবীণ অধ্যাপককেও সম্মান জানানো হবে। তাঁদের মধ্যে একজন গণিতের বিশেষজ্ঞ। তাঁর নাম এম এস নরসিমহান। তাঁকে আচার্য প্রফুল্লচন্দ্র রায় মেডেল দেওয়া হবে। পরমাণু বিশেষেজ্ঞ অনিল কাকোদকরকে দেবপ্রসাদ সর্বাধিকারী মেডেল এবং ভিএন ঝা’কে স্বামী বিবেকানন্দ মেডেল দেওয়া হবে।