থমকে ম্যানেজিং কমিটির গঠন, লাটে স্কুলের কাজ! ফের জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: অধরা ম্যানেজিং কমিটির গঠন৷ স্কুলের কাজ উঠেছে শিকেয়৷ সমস্যা সমাধানের দাবিতে এবার আওয়াজ তুলল ঐক্য মঞ্চ৷ অভিযোগ, রাজ্যের অধিকাংশ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে৷ কিন্তু, স্কুলের ম্যানেজিং কমিটি এখনও গঠিত হয়নি৷ এই নিয়ে শিক্ষা দপ্তরে দরবার করা হলেও সমস্যা না মেটায় জারি ঐক্য মঞ্চের বিদ্রোহ৷ নতুন কমিটি গঠন থমকে থাকায়

থমকে ম্যানেজিং কমিটির গঠন, লাটে স্কুলের কাজ! ফের জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: অধরা ম্যানেজিং কমিটির গঠন৷ স্কুলের কাজ উঠেছে শিকেয়৷ সমস্যা সমাধানের দাবিতে এবার আওয়াজ তুলল ঐক্য মঞ্চ৷ অভিযোগ, রাজ্যের অধিকাংশ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে৷ কিন্তু, স্কুলের ম্যানেজিং কমিটি এখনও গঠিত হয়নি৷ এই নিয়ে শিক্ষা দপ্তরে দরবার করা হলেও সমস্যা না মেটায় জারি ঐক্য মঞ্চের বিদ্রোহ৷

নতুন কমিটি গঠন থমকে থাকায় বিদ্যালয়গুলির গুরুত্বপূর্ণ কাজ আটকে৷ শিক্ষা দপ্তর সবকিছু জেনেও হাত গুটিয়ে বসে রয়েছে বলেও অভিযোগ তুলেছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷ ম্যানেজিং কমিটি ছাড়া বিদ্যালয়গুলি বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে৷ লাটে উঠেছে স্কুলের প্রশাসনিক কাজ৷ এই অবস্থায় বিদ্যালয়গুলি কীভাবে চলবে, তা নিয়ে কোন নির্দেশিকা জারি না হওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষক মহলে৷ শোনা যাচ্ছে বিদ্যালয়গুলিতে ডিডিও নিয়োগ করা হবে৷ ডিআই অফিসে বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজের জন্য আবেদন পাঠানো হলে ডিআই অফিস ম্যানেজিং কমিটি না থাকার অজুহাতে সমস্ত ফাইল আটকে রাখছে বলেও অভিযো শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের৷

এই অভিযোগ প্রসঙ্গে ঐক্য মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘শিক্ষামন্ত্রী, এর জন্য কি শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? শিক্ষা দপ্তর অদ্ভুত খামখেয়ালীপনার মধ্য দিয়ে চলেছে৷ শিক্ষা দপ্তরের এমন দায়িত্বজ্ঞানহীন ভূমিকার তীব্র প্রতিবাদ জানাই৷ অবিলম্বে শিক্ষাদপ্তর এই সমস্যার সমাধান করুক৷ বিদ্যালয়গুলির কাজকর্ম সচল রাখার পরিবেশ তৈরি করুক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =