বিদেশি শিক্ষাবিদ আনিয়ে মেলার আয়োজন করছে শিক্ষা দপ্তর!

কলকাতা: আগামী বছর এপ্রিল মাসে রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে মেলার আয়োজন করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ নিউটনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হবে বলে খবর৷ মেলায় অংশ নেবেন বেদেশি শিক্ষাবিদরাও৷ জানা গিয়েছে, আগামী বছর এপ্রিলের ৩ ও ৪ তারিখে ওই শিক্ষা মেলা হবে৷ সেখানেই দুই ধরনের ক্লাস্টার গড়ে তোলা হবে৷ একটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

বিদেশি শিক্ষাবিদ আনিয়ে মেলার আয়োজন করছে শিক্ষা দপ্তর!

কলকাতা: আগামী বছর এপ্রিল মাসে রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে মেলার আয়োজন করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ নিউটনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হবে বলে খবর৷ মেলায় অংশ নেবেন বেদেশি শিক্ষাবিদরাও৷

জানা গিয়েছে, আগামী বছর এপ্রিলের ৩ ও ৪ তারিখে ওই শিক্ষা মেলা হবে৷ সেখানেই দুই ধরনের ক্লাস্টার গড়ে তোলা হবে৷ একটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে৷ অপরটি দক্ষিণবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে৷ সেখানে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কী কী সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, তা পড়ুয়াদের মধ্যে তুলে ধরা হবে৷

এছাড়াও, শিক্ষামেলায় বিদেশ থেকে একাধিক শিক্ষাবিদ যোগ দেবেন৷ কনভেনশন সেন্টারে তাঁদের বক্তব্যের মধ্যে জ্ঞান আদান-প্রদান করবেন৷ এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা এবার আমাদের রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে আরও বেশি করে ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি৷ এছাড়াও বিদেশ থেকে বিষয়ে পারদর্শী প্রফেসরদের এই মেলায় অংশগ্রহণ করানোর ব্যবস্থা করে দিচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =