টানা ১৪ বছর বাংলার এই স্কুলে বন্ধ মিড ডে মিল

পুরুলিয়া: স্কুলের সমীক্ষায় গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল প্রশাসনের হাতে৷ অভিযোগ, পুরুলিয়া শহরের মধ্যেই এমন একটি স্কুল রয়েছে যেখানে ১৪ বছর ধরে বন্ধ মিড ডে মিল পরিষেবা৷ পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের রেনিরোড প্রাইমারি স্কুলে২০০৫ সাল থেকে মিড ডে মিল বন্ধ থাকায় প্রশ্নের মুখে জেলার শিক্ষা দপ্তর৷ এই স্কুলটি মূলত তফসিলি শ্রেণির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে৷

টানা ১৪ বছর বাংলার এই স্কুলে বন্ধ মিড ডে মিল

পুরুলিয়া: স্কুলের সমীক্ষায় গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল প্রশাসনের হাতে৷ অভিযোগ, পুরুলিয়া শহরের মধ্যেই এমন একটি স্কুল রয়েছে যেখানে ১৪ বছর ধরে বন্ধ মিড ডে মিল পরিষেবা৷

পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের রেনিরোড প্রাইমারি স্কুলে২০০৫ সাল থেকে মিড ডে মিল বন্ধ থাকায় প্রশ্নের মুখে জেলার শিক্ষা দপ্তর৷ এই স্কুলটি মূলত তফসিলি শ্রেণির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে৷ জানা গিয়েছে, রান্নার জায়গায় না থাকায় ১৪ বছর ধরে বন্ধ মিড ডে মিল৷ এখনই স্কুলে ৪১ জন পড়ুয়া রয়েছে৷

স্থানীয়রা জানিয়েছেন, মিড ডে মিল দেওয়া হয় না বলে এই স্কুলে পড়ুয়াদের ভর্তি করতে করার না অভিভাবকরা৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চৌধুরী জানিয়েছেন, গত ২০০৫ সাল থেকে বন্ধ মিড ডে মিল৷ রান্নার জায়গা না থাকার জন্য এই সমস্যা৷ এর আগে এক প্রধান শিক্ষক একবার চালু করার উদ্যোগ নিয়েছিলেন বটে৷ কিন্তু পাড়ার একটি মন্দিরে রান্না করা হত মিড ডে মিল৷ কিন্তু সেই মন্দির চত্বর নোংরা হয়ে যাওয়ায় সেখান থেকে মিড ডে মিল বন্ধ করে দেওয়ার আর্জি জানান স্থানীয়রা৷

তারপর থেকে মিড ডে মিল চালু হয়নি৷ স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুলে এখন ৪৪ জন পড়ুয়া আছে৷ মিড ডে মিল চালু করার জন্য বারবার তদবির করা হয়েছে৷ কিন্তু কোন লাভ হয়নি৷ আর সেই কারণেই এই অবস্থা৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের মিড ডে মিল চালু করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 13 =