কোন কোন আইআইটি পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করে জেনে নিন

কোন কোন আইআইটি পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করে জেনে নিন

নয়াদিল্লি: দেশজুড়ে বহু আইআইটিতে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে৷ কোনও মেধাবী শিক্ষার্থীর পারিবারিক আয় খুবই কম হলে, এই স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও করোনা নামক অতিমারিতে প্রাণ হারানো বা লকডাউনে চাকরি হারানোর ফলে স্বল্প আয় সম্পন্ন পরিবারের মেধাবী পড়ুয়ারা যাতে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হন, সেজন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সেইসব ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। একই পথে হেঁটেছে বেশ কিছু আইআইটিও৷  

মাদ্রাজ আইআইটি
দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ বিটেক অথবা ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের পড়ুয়াদের যাঁদের বাবা-মায়ের আয় এক লক্ষ টাকার কম, তাঁদের পুরো স্কলারশিপ দেবে৷ এছাড়া কোনও পড়ুয়ার বাবা-মায়ের আয় ৪.৫ লক্ষ টাকার কম হলে তাঁদের প্রতি মাসে এক হাজার টাকার স্কলারশিপ দেবে৷ যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের আয় ১ থেকে ৪.৫ লক্ষের মধ্যে তাঁদের টিউশন ফি-র দুই তৃতীয়াংশ টাকা প্রতিষ্ঠানের তরফেই মুকুব করা হয়। বাকি এক তৃতীয়াংশ টাকা প্রাক্তনি অফিস দেবে৷ 
এছাড়া জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির পড়ুয়াদের পড়াশোনার মান, বাবা-মায়ের আয় সহ আরও বেশ কিছু দিক বিচার করে প্রাক্তনি স্কলারশিপ দেওয়া হবে৷ এবছর থেকে এই স্কলারশিপের মাপকাঠি ৪.৫ লক্ষ আয় থেকে বাড়িয়ে ৯ লক্ষ করার কথা আইআইটি মাদ্রাজের প্রাক্তনি অফিসের তরফে জানানো হয়েছে৷ এসসি/এসটি/পিডব্লিউডি প্রার্থীদের প্রতি সেমিস্টারের টিউশন ফি-তে এক লক্ষ টাকা ছাড় দেওয়া হয়। এছাড়া বিটেক অথবা ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়া এসসি/এসটি পড়ুয়াদের বাবা-মায়ের আয় ৪.৫ লক্ষ টাকার কম হলে মেসে খাওয়া ও হোস্টেলে থাকার জন্য কোনও টাকা প্রদান করতে হয় না৷ পাশাপাশি টিউশন ফি মুকুব করা ছাড়াও প্রতি মাসে ২৫০ টাকার পকেট অ্যালাওয়েন্স দেওয়া হয়৷

কানপুর আইআইটি
জি অ্যাডভান্সড পরীক্ষায় প্রথম ১০০-র মধ্যে থাকা পড়ুয়াদের এবছর ‘Bright Minds Scholarship দেওয়া হবে। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর ৩ লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হবে৷ হোস্টেল ফি, বই ও আনুসাঙ্গিক খরচ মিলিয়ে এই স্কলারশিপ দেওয়া হবে।

 

খড়গপুর আইআইটি
জি অ্যাডভান্সড পরীক্ষায় প্রথম ১০০ জনের মধ্যে থাকা পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করবে খড়গপুর আইআইটি৷ তবে সেক্ষেত্রে এই সকল পড়ুয়ার বাবা-মায়েদের আয় ২০ লক্ষ টাকার কম হতে হবে৷ 

 

গান্ধীনগর আইআইটি
জি অ্যাডভান্সড পরীক্ষায় ১০০০ ও তার বেশি র্যা ঙ্ক করা পড়ুয়াদের চার বছরের বিটেক কোর্সের পুরো টিউশন ফির সমান স্কলারশিপ প্রদান করবে এই আইআইটি।

দিল্লি আইআইটি
জি অ্যাডভান্সড পরীক্ষায় প্রাপ্ত র্যা ঙ্কের ওপর ভিত্তি করে এবছর ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে স্কলারশিপ দেবে আইআইটিT দিল্লি। এর মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ টাকা স্কলারশিপ প্রদান করা হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =