কলকাতা: অবশেষে পাস-ফেল প্রথা ফেরাল রাজ্য সরকার৷ পাস-ফেল নিয়ে অবশেষে মিলেছে নবান্নের অনুমতি৷ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এই ব্যবস্থা৷ আসছে নয়া বিধি৷
শিক্ষা দপ্তর সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল চালু হচ্ছে৷ আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে৷ ফলাফল প্রকাশ হওয়ার দু’মাসের মধ্যে অকৃতকার্যদের ফের সুযোগ দেওয়া হবে৷ অকৃতকার্যদের স্পেশাল ক্লাস নেওয়া হবে৷ শিক্ষকরা অকৃতকার্যদের নিয়ে পৃথক ক্লাস নেবেন৷ এই মর্মে কয়েক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার৷ তৈরি হচ্ছে নতুন গাইড লাইন৷ খবর স্কুল শিক্ষা দপ্তর সূত্রে৷
ইতিমধ্যেই রাজ্যে পাস-ফেল ফেরানোর দাবিতে একাধিক শিক্ষক সংগঠন লাগাতার দাবি তুলে এসেছিল৷ একাধিক প্রস্তাবও জমা পড়েছিল৷ পাস-ফেল ফেরানো সিদ্ধান্ত রাজ্যের উপর চাপিয়ে দায় এড়িয়েছিল কেন্দ্র৷ এবার, একাধিক শিক্ষক সংগঠন ও শিক্ষাবিদদের মতামত নিয়ে পাস-ফেল ফেরাচ্ছে রাজ্য সরকার৷ তবে, মাত্র দু’টি শ্রেণির জন্য পাস-ফেল ফিরিয়ে আদৌ পুরানো ক্ষত নিরাময় করা সম্ভব? তা নিয়ে উঠছে প্রশ্ন৷
এবিষয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘দীর্ঘদিন থেকে শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দাবি ছিল বিদ্যালয় স্তরে পুনরায় পাশ ফেল প্রথা ফিরিয়ে দেওয়া হোক৷ এ দাবিতে দীর্ঘদিন থেকে তীব্র আন্দোলন সংঘটিত হয়ে আসছিল৷ অনেক আগেই সে দাবি মেনে নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের৷ বেশ কয়েকটা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হল সরকারের এই ভ্রান্ত পদক্ষেপের জন্য৷ দেরি হলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷ তবে এই সিদ্ধান্ত কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণির ক্ষেত্রে কার্যকর হলে হবে না৷ প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত কার্যকরী হওয়া জরুরি৷ এর সাথে সাথে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটানোর জন্য প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি বলে মনে করি৷’’
মাধ্যমিক শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘আজ রাজ্য সরকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা স্বাগত জানাচ্ছি৷ দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার শিক্ষা প্রেমী ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পাস-ফেল ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিলেন৷ এই সিদ্ধান্ত সেই আন্দোলনেরই জয়৷ আমরা মনে করি, পাস-ফেল শুধু পঞ্চম এবং অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরিয়ে আনলেই হবে না৷ আমাদের দাবি, প্রথম শ্রেণি থেকে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনতে হবে৷ অতীতে আটের দশকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার পাশ ফেল প্রথা তুলে দেওয়ার ফলে এ রাজ্যের তো বটেই, এমনকী গোটা দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর অপূরণীয় ক্ষতি হয়েছে৷ এই ক্ষতি অবিলম্বে রদ করা দরকার৷ প্রথম শ্রেণি থেকে পাস-ফেল প্রথা ছাত্র-ছাত্রীদের স্বার্থে অবশ্যই চালু হওয়া দরকার৷ প্রথম শ্রেণি থেকে চালু না করলেও পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণি পর্যন্ত আপাতত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি৷ কিন্তু একথা আমরা বলে রাখছি, যদি প্রথম শ্রেণি থেকে পাস-ফেল প্রথা ফিরিয়ে না আনা হয়, পশ্চিমবাংলার শিক্ষাপ্রেমী মানুষ প্রথম শ্রেণি থেকে পাস-ফেল ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে আবার নামতে বাধ্য হবেন৷’’