কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষা কি হবে? ধোঁয়াশা কাটালেন মানব-মন্ত্রী

কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষা কি হবে? ধোঁয়াশা কাটালেন মানব-মন্ত্রী

নয়াদিল্লি:  দেশজুড়ে বেড়ে চলা করোনা সংক্রমণের মাঝে অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়ারা৷ লকডাউনের জেরে বিভিন্ন বোর্ড এবং কলেজের পরীক্ষা পিছিয়ে গিয়েছে৷ সূত্রের খবর, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, এই বিষয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছে কেন্দ্র৷ পরিবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে শিক্ষার্থীদের ভাগ্যও৷ বিভিন্ন বোর্ডগুলি পরীক্ষার তারিখ ঘোষণা করলেও, কলেজের পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ এই অবস্থায় কলেজে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা নিয়ে ধোঁয়াশা কাটালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক৷

এদিন অনলাইনে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনায় রমেশ পোখারিয়াল বলেন, ‘‘ফাইনাল পরীক্ষা হবেই৷’’ তিনি বলেন, ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতেই হবে৷ সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে৷ 

আরও পড়ুন- পরীক্ষায় বসতে লাগবে না উপস্থিতি বিধি, নয়া ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) ইতিমধ্যেই জুলাই মাসে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে৷ তবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, জুলাই মাসের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, নতুন করে পরীক্ষার তারিখ নিয়ে চিন্তা ভাবনা করা হবে৷ কী ভাবে পরীক্ষা নেওয়া হবে, জানানো হবে সেই তথ্যও৷ তবে প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে৷

আরও পড়ুন- নিজের জেলার স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা, সিদ্ধান্ত CBSE-র

করোনা পরিস্থিতিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সুপারিশ, ‘‘অনলাইন ওপেন-বুক এগজাম’ নেওয়া হোক৷ যদিও অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া এই সুপারিশের বিরোধিতা করেছে৷ এই পদ্ধতির উপর প্রশ্ন তুলে ডিইউ টিচার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য,  ওপেন বুক এগজাম নেওয়া হলে তা ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক চাপ তৈরি হবে৷ কারণ, এতদিন তাঁরা যে ভাবে পরীক্ষা দিয়ে এসেছে, এই পদ্ধতি তার থেকে সম্পূর্ণ আলাদা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *