CBSE দ্বাদশ বোর্ড পরীক্ষার ভবিষ্যৎ কী? কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?

CBSE দ্বাদশ বোর্ড পরীক্ষার ভবিষ্যৎ কী? কী বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?

নয়াদিল্লি:  বাতিল হয়ে গিয়েছে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা৷ কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে দ্বাদশের বোর্ড৷ ঝুলে রয়েছে বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার ভাগ্যও৷ এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, সিবিএসই-র উচ্চ পদস্থ আধিকারিক ও সরকারি উচ্চ পদস্থ কর্তারা৷ এই  বৈঠকে পৌরহিত্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি, প্রকাশ জাভড়েকড় সহ অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরাও৷ 

আরও পড়ুন- BREAKING: বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা? জবাব শিক্ষামন্ত্রীর!

গতকালের এই বৈঠকের পরেই সিবিএসই দ্বাদশ বোর্ড পরীক্ষা নিয়ে ঘোষণা করা হবে বলে মনে করছিলেন পড়ুয়ারা৷ বহু পরীক্ষার্থী সিবিএসই-র চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে৷ যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, খুব শীঘ্রই সিবিএসই দ্বাদশ পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে৷ এদিন টুইট করে রমেশ পোখরিয়াল বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনা অনুসারে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে৷ আমরা প্রচুর মূল্যবান পরামর্শ পেয়েছি৷ ২৫ মে’র মধ্যে রাজ্যগুলিকে বিস্তারিত পরামর্শ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে৷’’ অপর একটি টুইটে তিনি আরও বলেন, ‘‘আমি নিশ্চিত, খুব শীঘ্রই আমরা দ্বাদশ বোর্ড পরীক্ষার বিষয়ে একটি ঐক্যমত হয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হব৷ বাবা-মায়েদের মনের মধ্যে যে অনিশ্চয়তা রয়েছে, তাও দূর করতে সক্ষম হব৷’’

আরও পড়ুন- শিক্ষাক্ষেত্রে এবার বাংলার দেখানো পথে হাঁটতে চলেছে কেন্দ্র

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়া ও অভিভাবকদের একটি বড় অংশ পরীক্ষা বাতিলের পক্ষেই সওয়াল করেছেন৷ এই বিষয়ে গত ১৭ মে’ও একটি বৈঠক করেন নিশাঙ্ক৷ মনে করা হয়েছিল এই বিষয়ে ২৩ মে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে এখনও এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =