কলকাতা: অবশেষে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সবুজ সংকেত দিল রাজ্য শিক্ষা দপ্তর৷ পর্যায়ক্রমে এই অন্তর্ভুক্তির কাজ হবে৷
নতুন শিক্ষাবর্ষ ২০২০ থেকে এই পদ্ধতি শুরু করার জন্য প্রাথমিক পর্যায়ে ১৭ হাজার ৯৯৬টি স্কুলকে নির্বাচিত করে সেখানকার পরিকাঠামো ও পরিষেবা প্রদানকারী বিষয়গুলি খতিয়ে দেখা হবে৷ কোনও সমস্যা থাকলে জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক শিক্ষা) সেবিষয়ে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তাকে জানাবেন৷
তবে চলতি শিক্ষাবর্ষে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর৷ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত মজবুত করা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজনে পঞ্চমশ্রেণিকে প্রাথমিকে অন্তর্ভুক্তির জন্য বহুদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে আসছে শিক্ষা দপ্তর৷ রাজ্যে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এপর্যন্ত মাত্র ২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হয়েছে৷
প্রাথমিকে পঞ্চম শ্রেণিকে যুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করতে স্কুলগুলিতে যে অতিরিক্ত ক্লাসরুম প্রয়োজন, তা এখনও ব্যবস্থা করা যায়নি৷ পরিস্থিতি যা, তাতে প্রাথমিকে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে আনতে গেলে এখনও প্রয়োজন ৬৫ হাজার শ্রেণিকক্ষ৷ তবে, সেই ঘাটতি কবে মিটবে, তা নিয়েই চলছে চর্চা৷ কেননা, সরকার অর্থ বরাদ্দ করালেও আগামী দেড় মাসের মধ্যে তা শেষ করা কার্ত অসম্ভব বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷