অঙ্কে ভয়? চাইলে এবার সহজ প্রশ্নপত্রেই দেওয়া যাবে পরীক্ষা, জারি নির্দেশ

নয়াদিল্লি: সিবিএসসি-র শিক্ষা পরিকাঠামোয় ফের বড়সড় রদবদল। আগামী ২০২০ শিক্ষাবর্ষে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পাঠক্রমে রদবদল আনা হচ্ছে৷ সংশ্লিষ্ট বোর্ডের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের গণিত শিক্ষায় বড়মাপের পরিবর্তন আনতেই এই নয়া পাঠক্রমের ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ সিবিএসসি বোর্ডের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে,দশম শ্রেণির গণিত শিক্ষায় এবার থেকে দুটি স্তর থাকবে।পড়ুয়াদের গণিতের মানোন্নয়নের জন্যই এই বিধি ব্যবস্থার

06aa7e80e799a91818354b0e70ef4ed6

অঙ্কে ভয়? চাইলে এবার সহজ প্রশ্নপত্রেই দেওয়া যাবে পরীক্ষা, জারি নির্দেশ

নয়াদিল্লি: সিবিএসসি-র শিক্ষা পরিকাঠামোয় ফের বড়সড় রদবদল। আগামী ২০২০ শিক্ষাবর্ষে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পাঠক্রমে রদবদল আনা হচ্ছে৷ সংশ্লিষ্ট বোর্ডের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের গণিত শিক্ষায় বড়মাপের পরিবর্তন আনতেই এই নয়া পাঠক্রমের ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷

সিবিএসসি বোর্ডের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে,দশম শ্রেণির গণিত শিক্ষায় এবার থেকে দুটি স্তর থাকবে।পড়ুয়াদের গণিতের মানোন্নয়নের জন্যই এই বিধি ব্যবস্থার কথা ভাবা হয়েছে৷ এই দুই স্তরের প্রথমটিতে প্রাথমিক গণিত শিক্ষার পাঠ থাকবে, দ্বিতীয়টিতে থাকছে স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক। এরফলে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গেই গণিতে দক্ষ হয়ে উঠবে দশম শ্রেণি উত্তীর্ণ সিবিএসসি বোর্ডের পড়ুয়ারা। বলা বাহুল্য, নতুন নির্দেশিকা চালু হলেও পড়ুয়াদের জন্য পূর্ব নির্ধারিত গণিতের পাঠক্রম চালু থাকবে। এই পাঠক্রম বদলের প্রথম ফলাফল দেখা যাবে ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলে৷

উল্লেখ্য, দিন কয়েক আগেই মন্ত্রী প্রকাশ জাভারেকর জানিয়েছিলেন সিবিএসসসি বোর্ডের পাঠক্রম সংক্ষিপ্তকরণ করা হচ্ছে। পড়ুয়াদের বইয়ের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রথাগত শিক্ষার পাশাপাশি বাস্তব ভিত্তিক শিক্ষিকা, শারীর শিক্ষা, কর্মশিক্ষাতে জোর দিতে হবে। সিলেবাসে ছাঁটকাট করা হলেও একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিজ্ঞানের সিলেবাসে কোনও বদল হচ্ছে না। কেননা এরপরেই পড়ুয়া তার উচ্চশিক্ষার পথ বেছে নেবে।তাই বিজ্ঞানের সুনির্দিষ্ট জ্ঞান থাকা তার জন্য খুব জরুরি। একইভাবে ভাষা ও অঙ্কের পাঠক্রমেও কোনও বদল হচ্ছে না। এই ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ২০২০ শিক্ষাবর্ষের অঙ্কের সিলেবাসে এই নয়া নির্দেশিকা চালু করল সিবিএসসি বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *