মারাত্মক ট্রেন দুর্ঘটনা রুখে দিল ২ স্কুল পড়ুয়া, কীভাবে?

তিয়াষা গুপ্ত: নবম শ্রেণির ২ ছাত্র। এখনো জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি হয়নি তারা। তবু উপস্থিত বুদ্ধির জোরে মারাত্মক ট্রেন দুর্ঘটনা রুখে দিল তারা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মারগাঁওয়ের কাছে। ২ স্কুল পড়ুয়া মঞ্জুনাথ নারায়ণ রেড্ডি ও শশীকুমার বিনায়ক নায়েক কঙ্কন রেলরুটে কারোওয়ারের কাছে লাইনে ফাটল দেখতে পায়। দ্রুত খবর দেয় রেলকর্মীদের। শেষপর্যন্ত এই ২ পড়ুয়ার উদ্যোগে

মারাত্মক ট্রেন দুর্ঘটনা রুখে দিল ২ স্কুল পড়ুয়া, কীভাবে?

তিয়াষা গুপ্ত: নবম শ্রেণির ২ ছাত্র। এখনো জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি হয়নি তারা। তবু উপস্থিত বুদ্ধির জোরে মারাত্মক ট্রেন দুর্ঘটনা রুখে দিল তারা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মারগাঁওয়ের কাছে। ২ স্কুল পড়ুয়া মঞ্জুনাথ নারায়ণ রেড্ডি ও শশীকুমার বিনায়ক নায়েক কঙ্কন রেলরুটে কারোওয়ারের কাছে লাইনে ফাটল দেখতে পায়। দ্রুত খবর দেয় রেলকর্মীদের। শেষপর্যন্ত এই ২ পড়ুয়ার উদ্যোগে আটকানো সম্ভব হল কোনো বড় দুর্ঘটনা। তাদের উদ্যোগের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী।

মারাত্মক ট্রেন দুর্ঘটনা রুখে দিল ২ স্কুল পড়ুয়া, কীভাবে?রেলওয়ে কর্মীরা লাইনের ফাটলের কথা জানতে পেরে দ্রুত মেরামত করে ফেলেন। তারপর সেই রুটে নির্বিঘ্নে ট্রেন চলাচল শুরু হয়। এই ২ ছাত্রের উপস্থিত বুদ্ধির তারিফ করছেন রেলের কর্মীরা। সেই সময়ে ওখান দিয়ে ৩ টি যাত্রিবাহী ট্রেনের যাওয়ার কথা ছিল। লাইন সারিয়ে দেওয়ার পর ট্রেনগুলি ছাড়া হয়।

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রেল লাইনের কাছেই গাছ থেকে ফল পারছিল ২ পড়ুয়া। তারা তখন লাইনে ফাটল দেখতে পায়। সময় নষ্ট না করে তারা দ্রুত ৪০০ মিটার পথ পেরিয়ে কামতা স্টেশনে রেলকর্মীদের খবর দেয়। রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টা খতিয়ে দেখেন, তারপর পাঠানো হয় ইঞ্জিনিয়ার ও মেরামত কর্মী। দ্রুত লাইন সারিয়ে ফেলা হয়। সারাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়াররা লাইনের ফিটনেস সার্টিফিকেট দেন। তারপরে ওই লাইন দিয়ে ট্রেন যাওয়ার অনুমতি দেওয়া হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্ত হবে। ২ ছাত্রের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে মুখ্যমন্ত্রী কুমারস্বামী ট্যুইট করেন। বলেন, আমি ২ পড়ুয়ার উপস্থিত বুদ্ধির তারিফ না করে পারছি না। তারা সমাজের কাছে দৃষ্টান্ত তৈরি করল।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =