ভুয়ো চিঠিতে জঙ্গি তকমা, আতঙ্কিত শিক্ষকরা

কলকাতা : ২০১৩ সাল থেকে খিদিরপুর একাডেমি স্কুলের হেডমাস্টার সহ ১৩ জন শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দফতরে নানারকম হুমকি চিঠি আসছে। জেলাসাসক, নবান্ন, বিধায়ক, সিআইডির অফিসে কেউ বা কারা বাংলা শিক্ষক শেখ মোহাম্মদ সালেহিনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, তিনি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। আবার কখনও ইংরেজি শিক্ষক ঋতুপর্ণ বসুর সম্বন্ধে অভিযোগ করা হয়েছে, তিনি

ভুয়ো চিঠিতে জঙ্গি তকমা, আতঙ্কিত শিক্ষকরা

কলকাতা : ২০১৩ সাল থেকে খিদিরপুর একাডেমি স্কুলের হেডমাস্টার সহ ১৩ জন শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দফতরে নানারকম হুমকি চিঠি আসছে। জেলাসাসক, নবান্ন, বিধায়ক, সিআইডির অফিসে কেউ বা কারা বাংলা শিক্ষক শেখ মোহাম্মদ সালেহিনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, তিনি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। আবার কখনও ইংরেজি শিক্ষক ঋতুপর্ণ বসুর সম্বন্ধে অভিযোগ করা হয়েছে, তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে মারার চক্রান্ত করছেন।

পাশাপাশি শিক্ষিকা অপর্ণা দত্তের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তিনি মিড ডে মিলের টাকা নিয়ে নয়ছয় করছেন। আবার কোনও টিচারের বিরুদ্ধে অভিযোগ, খিদিরপুর এলাকায় তারা সাম্প্রদায়িক ঝামেলা লাগাবার চেষ্টা করছেন। এই চিঠির ফলে এই শিক্ষক-শিক্ষিকাদের বাড়িতে এবং স্কুলে কেন্দ্রীয় আইবি থেকে শুরু করে রাজ্য পুলিশ তদন্ত করতে আসছে । এই পরিবেশের মধ্যে স্কুল চালাতে পারছেন না শিক্ষক শিক্ষিকারা । গত ১৯ তারিখ এই স্কুলের শিক্ষকরা ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। শিক্ষকদের দাবি, যারা করছে তাদের শাস্তি চাই এবং স্কুলের সুস্থ পরিবেশ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *