কলকাতা: এবার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে সার্ভিস রুল মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ার দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যর প্রতিটি স্কুলের ক্লাসভিত্তিক রুটিন না পেলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া ভাষায় জানান হয়েছে৷
পর্ষদ অনুমোদিত সব স্কুলের প্রধানদের এক নির্দেশিকায় জানানো হয়েছে, গত বছরের ২০ নভেম্বরের নির্দেশিকা মেনে বহু স্কুলই এখনও অবধি বাধ্যতামূলক রুটিন পাঠাতে ব্যর্থ হয়েছে৷ পর্ষদ এই গাফিলতির বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করছে৷ ফলে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রুটিন না পাঠালে পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে৷ যদিও শিক্ষক সংগঠনগুলির দাবি, প্রধান শিক্ষকদের থেকে সরাসরি জরিমানা আদায়ের কোনও ক্ষমতাই নেই মধ্যশিক্ষা পর্ষদের৷ যা করার পরিচালন সমিতির মাধ্যমেই করতে হবে৷ এমনকী পরিবর্তনের সরকারের আমলে শিক্ষকদের যে আদর্শ আচরণবিধি জারি করা হয়েছিল, তাতেও জরিমানা আদায়ের কোনও সংস্থান নেই বলেও জানানো হয়েছে৷