চুঁচুড়া: রিষড়া গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীতে ফেল করা ছাত্রীদের পাশ না করানোর জন্য প্রধান শিক্ষিকাকে হুমকির ঘটনার তদন্ত শুরু করল জেলা শিক্ষা দপ্তর। জেলা বিদ্যালয় পরিদর্শক সুব্রত সেন বলেন, বিষয়টি নজরে আসার পরেই আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি।
পাশাপাশি বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। স্কুলের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ছাত্রীদের প্রতি কোনও অবিচার হয়েছে কি না তা খতিয়ে দেখছি। কোনওভাবেই যাতে কোনও ছাত্রীর সঙ্গে অবিচার না হয় তা আমরা নিশ্চিত করতে চাইছি।
অন্যদিকে, পুলিস-প্রশাসন বা শিক্ষা দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও এখনও আতঙ্কিত প্রধান শিক্ষিকা স্বাতী চক্রবর্তী। তিনি বলেন, ফেসবুকে আমার পোস্টটি দেখে শিক্ষা জগতের বহু মানুষ, দপ্তরের আধিকারিক এবং পুলিস প্রশাসন আমাকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তবু আমি ওই দিনের হুমকির কথা কিছুতেই ভুলতে পারছি না। সবসময়ই আমার চোখের সামনে ভাসছে। তবে সবাই আমায় আশ্বস্ত করায় এদিন সকাল থেকে মোবাইল ফোন খুলেছি। ভয় লাগলেও এদিন ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ করেছি। স্বাতীদেবী বলেন, সমস্ত বিদ্যালয়ই ডিআইয়ের অধীনে। তাই তিনি যে তথ্য চাইবেন বা তিনি যদি খাতা দেখতে চান আমরা অবশ্যই দেখাব। আর তাঁর নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শুধু তাই নয় ছাত্রীরা চাইলেও আমরা তাদের খাতা দেখাব।