ফেল করেও মিলবে ভর্তির সুযোগ, প্রকল্প এবার ‘বছর বাঁচাও’!

ফেল করেও মিলবে ভর্তির সুযোগ, প্রকল্প এবার ‘বছর বাঁচাও’!

আগরতলা: উচ্চমাধ্যমিকে দুটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও এখন আর বছর নষ্টের ভয় নেই৷ ভরতি হওয়া যাবে কলেজে৷ এমনই নিয়েম চালু করল ত্রিপুরা সরকার৷

চলতি বছর থেকে ‘বছর বাঁচাও’ প্রকল্প নিয়েছে ত্রিপুরা৷ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা জানান, এই প্রকল্প মোতাবেক  দুটি বিষয়ে অনুর্ত্তীর্ণ হলেও কলেজে ভরতির সুযোগ পাবে পড়ুয়ারা। তবে ফাইনাল পরীক্ষায় কমপক্ষে ১৫০ নম্বর পেতে হবে। পাশাপাশি ফল প্রকাশের ৭৫ দিনের মধ্যে পুনরায় একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

পুরনো নিয়ম অনুযায়ী, দুটি বিষয়ে ফেল করলে কম্পার্টমেন্টাল ক্যাটাগরিতে দুটি পরীক্ষা দিতে হল ছাত্রছাত্রীদের৷ তবে এক্ষেত্রেও কমপক্ষে ১৫০ নম্বর পেতে হয় পড়ুয়াদের৷ তবে এ বছর থেকে আর সেই নিয়ম কার্যকর হবে না৷ ভবতোষবাবু জানান, ‘বছর বাঁচাও’ প্রকপ্ল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই করা হয়েছে৷ এই প্রকল্পের অধীনে বছর নষ্ট না করেই দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পাবে পড়ুয়ারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *