কলকাতা: অবশেষে প্রায় সাত বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল গঠন হচ্ছে। বৃহস্পতিবার সিন্ডিকেটে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও তার আগের সিন্ডিকেট বৈঠকে এই নিয়ে প্রস্তাব গৃহীত হয়েছিল। এর ফলে বিভিন্ন ফ্যাকাল্টির নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবে এই কাউন্সিল। এই ফ্যাকাল্টি কাউন্সিল প্রত্যেক বিভাগের প্রধান, ডিন, অধ্যাপকদের নিয়ে গঠিত হয়। সেখানে গণতান্ত্রিকভাবে পঠনপাঠন সংক্রান্ত নীতি নির্ধারণ করা যায়। এই কমিটিতে সবই মনোনীত প্রার্থীরা থাকবেন। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ফলে খুশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন কুটা। তাদের সাধারণ সম্পাদক পার্থিব বসুর বক্তব্য, এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছি। প্রধান দাবিও ছিল এটি। শেষ পর্যন্ত দাবিকে মান্যতা দিয়েছে বিশ্ববিদ্যালয়। এতে অনেক সুবিধা হবে।
ফ্যাকাল্টি কাউন্সিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে
কলকাতা: অবশেষে প্রায় সাত বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল গঠন হচ্ছে। বৃহস্পতিবার সিন্ডিকেটে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যদিও তার আগের সিন্ডিকেট বৈঠকে এই নিয়ে প্রস্তাব গৃহীত হয়েছিল। এর ফলে বিভিন্ন ফ্যাকাল্টির নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবে এই কাউন্সিল। এই ফ্যাকাল্টি কাউন্সিল প্রত্যেক বিভাগের প্রধান, ডিন, অধ্যাপকদের নিয়ে গঠিত হয়। সেখানে