আইসিএসই, আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ

আইসিএসই, আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ

নয়াদিল্লি: বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল আইসিএসই কাউন্সিল। ২০২২ আইসিএসই, আইএসসি পরীক্ষা শুরু হবে ২০২১ সালেই। ১৫ নভেম্বর থেকে প্রথম সেমেস্টার শুরু হবে বলে জানানো হয়েছে। ৬ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। কোনও পরীক্ষা এক ঘণ্টা বা কোনওটা দেড় ঘণ্টারও হতে পারে বলে জানা গিয়েছে। তবে আইএসসি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। 

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দু’ ভাগে বোর্ডের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম সিমেস্টার বাড়িতে বসে অনলাইনে দিতে হবে৷ মার্চ বা এপ্রিলে হবে দ্বিতীয় সেমেস্টার। তবে দ্বিতীয় সেমেস্টার অনলাইন না অফলাইনে হবে, তা পরিস্থিতি অনুযায়ী  ঠিক করা হবে বলে জানিয়েছে আইসিএসই কাউন্সিল। আইসিএসইর অঙ্ক, হিন্দি, ইলেকটিভ বিষয় ও দ্বিতীয় ভাষায় পরীক্ষার জন্য দেড়ঘণ্টা সময় ধার্য করা হয়েছে৷ তবে বাকি পরীক্ষাগুলির জন্য এক ঘণ্টা সময় দেওয়া হবে। সকাল ১১টায় আইসিএসই পরীক্ষা শুরু হবে৷ আর আইএসসি পরীক্ষা শুরু হবে দুপুর ২টোয়। 

করোনা আবহে পড়ুয়াদের চাপ কমাতে আইসিএসই, আইএসসি পরীক্ষার সিলেবাস কমানোর ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি কাউন্সিলের তরফে। তবে প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। মঙ্গলবার সিলেবাস কমানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস কার্যকর করা হবে। সিলেবাস কমিটির তরফে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে৷ এর আগেই আসন্ন ২০২২-এর মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =