মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন কীভাবে? রিপোর্ট গেল মুখ্যমন্ত্রীর দফতরে!

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন কীভাবে? রিপোর্ট গেল মুখ্যমন্ত্রীর দফতরে!

কলকাতা: চলতি বছরে বাতিল হয়ে যাওয়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয় শিক্ষা দফতরে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে৷ বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে তৈরি এই মূল্যায়ন রিপোর্ট নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয় শিক্ষা দফতরে বিস্তারিত রিপোর্ট খতিয়ে দেখার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ মুখ্যমন্ত্রী৷ রিপোর্ট জমা দেওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন৷ উল্লেখ্য গত সোমবার পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ছাত্র-ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করা হবে তা এক সপ্তাহের মধ্যে জানানো হবে৷ এবার সেই প্রক্রিয়া শুরু হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =