নয়াদিল্লি: করোনা সংক্রমণে সতর্কতা জারির কারণে মার্চ মাসের মাঝামাঝি দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। তাদের তরফে আরও জানানো হয়েছিল, পরিস্থিতি বুঝে ৩১ মার্চের পর ঘোষণা করা হবে পরীক্ষার পরবর্তী সময়সূচি। এদিকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে, বোর্ডের তরফে সাংবাদিক বৈঠকে পরবর্তী পরীক্ষাসূচি জানানো হয়েছে। ফ্যাক্ট চেকে প্রকাশ্যে এল সত্যতা। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুয়ো খবর।
গত মাসের ১৮ তারিখ সিবিএসই বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল যে, '১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত দশম ও দ্বাদশ শ্রেণির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সূচি ৩১ মার্চের পর জানানো হবে।' এদিকে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সিবিএসই বোর্ডের একটি বিজ্ঞপ্তি। যেখানে ১ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, স্থগিত পরীক্ষাগুলি আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে। এমনকী, এই বিষয়ে যাবতীয় তথ্য বোর্ডের ওয়েবসাইটেও আপলোড করা হবে বলে জানানো হয়েছে। সেই বিষয়টিই তদন্তে নেমেছিল প্রেস ইনফরমেশন ব্যুরো। ২ এপ্রিল টুইটারে পিআইবি জানিয়েছে, সিবিএসই প্রেস রিলিজে পরীক্ষার পরবর্তী সূচি ঘোষণার যে খবর ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যে। বোর্ডের তরফে এমন কোনও সাংবাদিক বৈঠক হয়ইনি। যদিও ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে সেক্রেতারি অনুরাত ত্রিপাঠীর নাম থাকলেও, তাঁর কোনও স্বাক্ষর ছিল না।
#FakeNews alert!
A #CBSE press release, stating that examination of standard 10 and 12 would resume from 22 April 2020, is #Fake and not issued by CBSE.
Exam dates have not been fixed yet.
Check out: https://t.co/MgrW534u0l#StayAwareandStayStafe #HelpUsToHelpYou pic.twitter.com/GYTeI9b3Fe
— PIB Fact Check (@PIBFactCheck) April 2, 2020