নয়াদিল্লি: লাদাখে একটি পৃথক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলে জানিয়েছেন প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান ডিরেক্টর জেনারেল জয়দীপ ভটনাগর। লাদাখের জন্য সেখানকার ছাত্রছাত্রীদের একটি পৃথক বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, লাদাখে উচ্চ শিক্ষায় ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
এই সিদ্ধান্ত কার্যকর করতে ২০০৯ সালের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইনে পরিবর্তন আনতে হবে। এর জন্য সংসদে একটি বিল পেশ করা হবে। সে প্রসঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি দিয়েছে। এই বিল নতুন সংশোধন হলে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ ও শিক্ষার মানে উন্নতি হবে এবং ওই অঞ্চলের ছাত্রছাত্রীরা উন্নত মানের উচ্চশিক্ষা ও গবেষণা করার সুযোগ পাবেন। সূত্রের খবর, এই নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলে, তা আগামী দিনে ওই এলাকায় শিক্ষার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং এতে লাদাখের মতো প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসার ঘটবে। আর আগামীতে লাদাখের সার্বিক উন্নয়নও হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে মোদী সরকার জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রূপান্তরিত করার কথা ঘোষণা করতেই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় ওঠে। যদিও সরকারের তরফে বলা হয়, এত এই নতুন দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলই উপকৃতই হবে। লাদাখের উন্নয়নে বিশেষ করে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন গত বছর স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময়। এছাড়াও ২০২১-২২ সালের বাজেটেও এই নতুন বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নতুন এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে লাদাখের সমগ্র শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে মত বিশেষজ্ঞদের। অল্প খরচে উন্নত মানের শিক্ষা লাভ করার সুযোগ পেয়ে এলাকার বহু দুঃস্থ ছাত্রছাত্রীও উপকৃত হবেন।