ইংরেজি পরীক্ষার প্রশ্ন পাচার! ‘কিউআর কোড’ কেটেও রক্ষা পেল না ছয় মাধ্যমিক পরীক্ষার্থী

ইংরেজি পরীক্ষার প্রশ্ন পাচার! ‘কিউআর কোড’ কেটেও রক্ষা পেল না ছয় মাধ্যমিক পরীক্ষার্থী

কলকাতা: বাড়তি সতর্কতা নেওয়ার পরও মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ফাঁস হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র৷ বাংলা পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের ছবি। ইংরেজি পরীক্ষার দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। শনিবার ইংরাজি পরীক্ষা চলার মাঝেই ছড়াল প্রশ্নপত্রের ছবি। উল্লেখ্য বিষয় হল, গতকালের মতো আজও প্রশ্নপত্র ফাঁস হল মালদহ জেলা থেকেই।

শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা৷ ১০টা থেকে পরীক্ষা শুরু হয়৷ এর কিছু ক্ষণ পরেই মালদহ জেলার এনায়েতপুর হাই স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয় বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। ওই ঘটনায় ছ’জন পরীক্ষার্থীকে ধরা পড়ে৷ তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে চার জন ছাত্র এবং দু’জন ছাত্রী বলে জানা গিয়েছে। এই কুকর্ম করার পর ধরা পড়ার হাত থেকে বাঁচতে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড লালকালি দিয়ে কেটে দিয়েছিল তারা। তবে এতে কোনও লাভ হয়নি। কিউআর কোডের উপর থেকে লালকালি মুছে ওই ছয় পরীক্ষার্থীকে হাতে নাতে ধরা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *