কলকাতা: করোনা কালে অনলাইনে পড়াশোনা চলছে প্রায় দেড় বছর ধরে৷ এবার বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের পড়ানোর ভিডিও আপলোড করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন জেলার সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের তরফে। ওই পোর্টালে ইতিমধ্যেই শিক্ষকদের পড়ানোর কয়েকটি ভিডিও রয়েছে। কলকাতা জেলার সর্বশিক্ষা মিশনের উদ্যোগেও নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। সেই ভিডিওগুলি দেখেই পড়াশোনা করছে পড়ুয়ারা।
সম্প্রতি জেলার সর্বশিক্ষা মিশনের আধিকারিকরা শিক্ষকদের আরও বেশি করে এই ধরনের ভিডিয়ো আপলোড করার ব্যাপারে জোর দিয়েছেন। তাঁদের বক্তব্য, শিক্ষকরা ওই ভিডিওগুলি তুলে দিলে, তা জেলা সর্বশিক্ষা মিশনে পাঠানো হয়। তারপর সেই ভিডিও যায় সর্বশিক্ষা মিশনের সদর দফতরে। সেখানে প্রতিটি ভিডিওর গুণগত দিন বিবেচনা করে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়। প্রতিটি বিষয়ভিত্তিক শিক্ষকদেরই এই ধরনের ভিডিও আপলোড করতে বলা হয়েছে৷ সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিকদের বক্তব্য, কেবল ইচ্ছুক শিক্ষকদেরই ভিডিও পাঠাতে বলা হচ্ছে।
শিক্ষকদের একাংশ ভিডিও তুলে তা আপলোড করলেও তাঁদের অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজ্যের কটা ছেলেমেয়ের বাড়িতেই বা স্মার্টফোন আছে। ফলে তারা কী ভাবে ওই ভিডিও দেখে পড়াশোনা করবে। অনেকের বাড়িতেই স্মার্টফোন না থাকায় তাদের পড়াশোনা করতে অসুবিধে হচ্ছে৷ এমনকি করোনার মধ্যেও স্মার্টফোন আছে এমন বন্ধুদের সঙ্গে দেখা হলে ভিডিও দেখতে হচ্ছে৷ যদিও কোভিডের জেরে সে সম্ভাবনাও এখন ক্ষীণ৷ এমনকি করোনায় বহু অভিভাবকের কাজের অবস্থা খারাপ৷ তাতে নতুন করে স্মার্টফোন কেনার কথা তারা ভাবতেও পারছে না৷