একাদশে ছাত্র ভর্তিতে লাগাম ছাড়া ফি বৃদ্ধি, ফের তপ্ত বাংলা

কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশের পর শুরু হতে চলেছে একাদশ শ্রেণিতে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া৷ কিন্তু, একাদশে ভর্তি শুরু হতেই অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে নতুন করে উত্তাপ ছাড়াতে শুরু করেছে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের অঙিনা৷ অভিযোগ, কোনও স্কুলে তিন হাজার, কোথায় আবার চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভর্তির ফি চাপিয়ে দেওয়া হচ্ছে৷ এই অভিযোগ ইতিমধ্যেই জেলা পরিদর্শকদের অফিসে

29010a61650ae3dac47d7c2570df3dbd

একাদশে ছাত্র ভর্তিতে লাগাম ছাড়া ফি বৃদ্ধি, ফের তপ্ত বাংলা

কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশের পর শুরু হতে চলেছে একাদশ শ্রেণিতে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া৷ কিন্তু, একাদশে ভর্তি শুরু হতেই অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে নতুন করে উত্তাপ ছাড়াতে শুরু করেছে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের অঙিনা৷

অভিযোগ, কোনও স্কুলে তিন হাজার, কোথায় আবার চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভর্তির ফি চাপিয়ে দেওয়া হচ্ছে৷ এই অভিযোগ ইতিমধ্যেই জেলা পরিদর্শকদের অফিসে জমা পড়তে শুরু করে করেছে৷ ছাত্র ভর্তি প্রক্রিয়ায় ফি নিয়ে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনও নির্দিষ্ট করে সিদ্ধান্ত না নেওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি৷ গতবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সরকারের তরফে ফি বেঁধে দেওয়া হবে বলে জানানো হয়েছিল৷ কিন্তু তারপর কোনও বিজ্ঞপ্তি নজরে আসেনি৷

সরকারি স্কুলগুলির জন্য নির্দেশ আছে, বিজ্ঞান বিষয়ের জন্য ২৯৫ টাকা ও নন ল্যাবরেটরি বিষয়ের জন্য ২৬০ টাকা পর্যন্ত নেওয়া যাবে৷ কিন্তু এই বিজ্ঞপ্তি সরকার পোষিত স্কুলগুলির জন্য কার্যকর করে ওঠা যায়নি৷ ফলে স্কুলগুলি যে যেমন খুশি ফি নিচ্ছে বলে অভিযোগ উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *