কলকাতা: প্রাথমিকের পড়ুয়াদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ। শনিবারই দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়েছে সল্টলেকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-র মাঠে। ছেলেদের ১৪টি এবং মেয়েদের ১৪টি মিলিয়ে মোট ২৮টি ইভেন্টে প্রতিযোগী ছিল প্রায় ৬০০। সাইয়ের পূর্বাঞ্চলীয় শাখা প্রস্তাব দিয়েছে, ট্রায়ালের মাধ্যমে ৫০ জন প্রতিযোগীকে বেছে নিয়ে সপ্তাহে তিনদিন কোচিং করাতে ইচ্ছুক তারা। সেই ফর্মও এদিন প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, এবারই প্রথম ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম নেওয়া হয়েছে। যে শিক্ষকদের অ্যাথলেটিক্স বা খেলাধুলোর ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাঁদের কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরা আবার তাঁদের জেলায় গিয়ে অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
প্রাথমিক স্কুলে ‘ট্যালেন্ট হান্ট’ অভিযানে নামছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
কলকাতা: প্রাথমিকের পড়ুয়াদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর ২৪ পরগনা জেলা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ। শনিবারই দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়েছে সল্টলেকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-র মাঠে। ছেলেদের ১৪টি এবং মেয়েদের ১৪টি মিলিয়ে মোট ২৮টি ইভেন্টে প্রতিযোগী ছিল প্রায় ৬০০। সাইয়ের পূর্বাঞ্চলীয় শাখা প্রস্তাব দিয়েছে, ট্রায়ালের মাধ্যমে ৫০