বাড়ছে সংক্রমণ! JEE, NEET বাতিলের পক্ষে সওয়াল শিক্ষাবিদদের

বাড়ছে সংক্রমণ! JEE, NEET বাতিলের পক্ষে সওয়াল শিক্ষাবিদদের

মাদুরাই:  দেশজুড়ে লকডাউনের মাঝেই শুরু হয়ে গিয়েছে আনলক ওয়ান৷ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবন৷ কিন্তু এরই মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ ক্রমেই জটিল হচ্ছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর করোনা পরিস্থিতি৷  যার জেরে সর্বভারতীয় স্তরে NEET, JEE এবং CLAT পরীক্ষা বাতিলের সুপারিশ করলেন রাজ্যের শিক্ষবিদরা৷ বিকল্প মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের কলেজে আসন দেওয়ার প্রস্তাব করলেন তাঁরা৷

তামিলনাড়ুর সেভ হাইয়ার এডুকেশন মুভমেন্ট-এর সেক্রেটারি ড.আর মুরালি বলেন, ‘‘কোভিড-১৯ প্যান্ডেমিকে সকলেই সংকটের মধ্যে রয়েছে৷ আগামী জুলাই, অগাস্ট মাসে সংক্রমণের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে সারা দেশে লক্ষ লক্ষ পড়ুয়াকে নিয়ে নিরাপদে পরীক্ষা সম্পন্ন করা প্রায় অসম্ভব ব্যাপার৷ অন্তত এই বছর ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা বাতিল করা উচিত৷’’ করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরাও মানসিক  চাপের মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি৷

তামিলনাড়ুর অপর এক শিক্ষাবিদ তথা তিরুনেলভেলি ম্যাট্রিকুলেশন স্কুলস অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ভি জয়েন্দ্রন বলেন, ‘‘কোভিড-১৯ সংক্রমণের হার না কমা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা কোনও বিকল্প পন্থা হতে পারে না৷ এতে ছাত্রছাত্রীদের উপর মানসিক আরও চাপ বাড়বে৷ এর বদলে সংশ্লিষ্ট বিষয়ে পড়ুয়াদের বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হোক৷’’ এক্ষেত্রে তিনি কেরলের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির উদাহরণও তুলে ধরেছেন৷ এছাড়াও কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে যাতে স্থানীয় ছাত্রছাত্রীদের বেশি সুযোগ দেওয়া হয়, তার উপরেও জোড় দিয়েছেন তিনি৷

প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই সারা ভারতে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত নিট পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে৷  অন্যদিকে, ১৮ জুলাই থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে জেইই মেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 13 =