কলকাতা: স্কুলে পড়াশোনার উন্নতি, পরিকাঠামো গড়ে তোলা ও পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ জোগানোর জন্য ‘শিক্ষারত্ন’ পুরস্কার পাচ্ছেন ঝারগ্রাম ও বীরভূমের ৪টি স্কুলের প্রধান শিক্ষক৷ রাজ্যের মধ্যে সেরা স্কুলের তালিকা এবার উঠে এসেছে বীরভূম জেলার স্কুল৷
ঝাড়গ্রাম জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আসুই পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী৷ দহিজুড়ি মহাত্মা উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক মৃণাল৷ এই দুই স্কুলের প্রধান শিক্ষক পড়ুয়াদের স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়াশোনা সাহায্য করেছেন৷
পল্লীমঙ্গল বিদ্যাপীঠ শিক্ষক তরুণবাবু শিক্ষায় উপযুক্ত পরিকাঠামোর গড়ে তুলতে ক্রিকেটার শচীন টেন্ডুলকার-সহ কয়েকজনের সাংসদদের সঙ্গে যোগাযোগ করেন তাঁদের বরাদ্দ করা অর্থে তিনি স্কুলের তিনতলা নির্মাণ করেছেন৷ হোস্টেল ও খেলার মাঠ তৈরি করেছেন তিনি৷ দহিজুড়ি বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস ও অত্যাধুনিক ক্লাস চালু করে পড়ুয়াদের পড়াশোনার মানোন্নয়ন করেছেন তিনি৷
অন্যদিকে বীরভূমের দুই শিক্ষক ও শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মান পেতে চলেছেন৷ সিউড়ি এক নম্বর ব্লকের অজয় পুর হাই স্কুলের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ও রামপুরহাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা বর্ণালী রুজ পেতে চলেছেন শিক্ষারত্ন৷ বীরভূমের জেলা স্কুলকে সেরা স্কুল হিসাবে বেছে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷