Aajbikel

আগামী সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল, দিন ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

 | 
পড়ুয়া

কলকাতা: আগামী সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা৷ সোমবার টুইট করে তেমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন  টুইটে তিনি জানান, আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানতে পারবে পড়ুয়ারা৷ 

 

 

এদিকে, চলতে  সপ্তাহের ১৯ তারিখ প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল৷ শিক্ষামন্ত্রীর টুইটের পর বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের ফল প্রকাশের পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এদিন ব্রাত্য বসু টুইট করে জানান, ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে৷ ওই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল জানা যাবে। তবে আগামী ৩১ মে সংসদের তরফে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

 ১২ মে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশের ফল ঘোষণা করা হয়েছে। এর দু’দিন পর ১৪ মে, রবিবার বিকেলে প্রকাশিত হয় আইসিএসই-র দশম এবং আইএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। এ বার রাজ্যের বোর্ডের দশম এবং দ্বাদশের ফলপ্রকাশের দিনক্ষণও জানা হয়ে গেল। 

চলতি বছর ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৭ মার্চ৷  প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার৷ যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি।

Around The Web

Trending News

You May like