গুয়াহাটি: চালকরা যেমন তাঁদের লাইসেন্স পুনর্নবীকরণ করে থাকেন, ঠিক তেমনই শিক্ষকদের নিয়োগপত্র সাত বছর অন্তর পুনর্নবীকরণ করাতে হবে৷ কেউ যদি তা না করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ অসমের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের এই মন্তব্যের জেরে শিক্ষক বিদ্রোহে উত্তাল গোটা গোটা পূর্ব ভারত৷
শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবিতে প্রায় একসপ্তাহ ধরে উত্তাল অসম৷ গাড়ির চালকদের সঙ্গে শিক্ষকদের তুলনা করায় চলছে বিক্ষোভ৷ গোটা ঘটনার প্রতিবাদে নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে নামের আগে শিক্ষকরা লিখতে শুরু করেছেন, ‘আমিও ড্রাইভার’! ঠিক যেভাবে ভোটের আগে বিজেপির নেতা-নেত্রীদের নামের আগে লিখেছিলেন ‘চৌকিদার’ শব্দটি৷
অসমে প্রায় ৪০ হাজার শিক্ষক টেট পরীক্ষায় পাশ করে স্কুলে যোগ দিয়েছেন৷ কিন্তু তাঁদের স্থায়ীকরণ করেনি শিক্ষা দপ্তর৷ এনিয়ে শিক্ষকদের অন্দরে ছিল ক্ষোভ৷ গত ১৩ জুন সেই ক্ষোভের আগুনে ঘি ঢালেন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য৷ রেডিও বার্তায় শিক্ষকদের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালকদের সঙ্গে শিক্ষকদের তুলনা টানেন৷ বলেন, ‘‘চালকরা যেমন তাঁদের লাইসেন্স পুনর্নবীকরণ করে থাকেন, ঠিক তেমনই শিক্ষকদের নিয়োগপত্র সাত বছর অন্তর পুনর্নবীকরণ করাতে হবে৷ কেউ যদি তা না করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’ আর এতেই জ্বলে ওঠে অসম৷