মাধ্যমিক পরীক্ষার ফল কবে? উচ্চ মাধ্যমিক, স্নাতকে কী হবে? ঘোষণা শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক পরীক্ষার ফল কবে? উচ্চ মাধ্যমিক, স্নাতকে কী হবে? ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: চোখ রাঙাচ্ছে মারণ করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মৃত্যুর সংখ্যাও বেশ উদ্বেগজনক৷ করোনা পরিস্থিতির জেরে সংকটে জীবন ও জীবিকা৷ বর্তমান এই পরিস্থিতিতে কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা কবে?   স্নাতক ও স্নাতকোত্তর ক্ষেত্রে কি হবে? সংবাদমাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন,  করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে৷ ১০ জুনের পর রাজ্যে উচ্চমাধ্যমিকে স্থগিত থাকা পরীক্ষাগুলি পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে৷ স্নাতক ও স্নাতকোত্তর ক্ষেত্রে কী হবে? রাজ্য সরকারকে জানিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলি৷ এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১০ জুনের পর উচ্চমাধ্যমি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ হবে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে৷ উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে খাতা দেখার কাজ বন্ধ ছিল৷ সেটা শুরু করে ফলাফলের প্রস্তুতি শুরু হয়েছে৷ ইতিমধ্যেই মাধ্যমিকে খাতা দেখা শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া এখনও শেষ হয়নি৷ ফলে সেই প্রক্রিয়া আরও দ্রুত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে৷  কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে কী হবে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে রাজ্য সরকার পরবর্তী অবস্থান নেবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ স্তরের প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার ভবিষৎ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘‘আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে৷ প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ যে খাতাগুলো ইতিমধ্যে দেখা হয়ে গিয়েছে সেগুলি সংগ্রহ করা পর্যায় রয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক হবে৷ তখনই ফল প্রকাশ করা হবে৷ উচ্চমাধ্যমিকের পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে পরীক্ষা৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে জুন মাসে আমরা উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নেব৷ কিন্তু তার মধ্যে যে সমস্ত পেপার হয়ে গিয়েছে, সেগুলি দেখার ব্যবস্থা করতে বলা হয়েছে৷ পরীক্ষা কবে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =