মঞ্চে উঠে এবার আক্ষেপ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী, কিন্তু কেন জানেন?

কলকাতা: প্রকাশিত হয়েছে রাজ্য জেয়ন্টের ফলাফল৷ শুরু হতে চলেছে কাউন্সেলিং৷ কিন্তু, রাজ্য জয়েন্টে কৃতীরা ইতিমধ্যেই ভিনরাজ্যে পড়তে চলে যাচ্ছেন৷ মেধাতালিকাতেও উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের প্রতিনিধিত্বও খুবই কম৷ এই পরিস্থিতিতে আক্ষেপ প্রকাশ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এডুকেশন ফেয়ার উদ্বোধনে গিয়ে রাজ্যের অভিভাবকদের কাছে কার্যত আকুতি জানান শিক্ষামন্ত্রী৷ যাতে তাঁরা ছেলেমেয়েদের এই রাজ্যের কলেজগুলিতেই ভর্তি করান,

মঞ্চে উঠে এবার আক্ষেপ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী, কিন্তু কেন জানেন?

কলকাতা: প্রকাশিত হয়েছে রাজ্য জেয়ন্টের ফলাফল৷ শুরু হতে চলেছে কাউন্সেলিং৷ কিন্তু, রাজ্য জয়েন্টে কৃতীরা ইতিমধ্যেই ভিনরাজ্যে পড়তে চলে যাচ্ছেন৷ মেধাতালিকাতেও উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের প্রতিনিধিত্বও খুবই কম৷  এই পরিস্থিতিতে আক্ষেপ প্রকাশ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এডুকেশন ফেয়ার উদ্বোধনে গিয়ে রাজ্যের অভিভাবকদের কাছে কার্যত আকুতি জানান শিক্ষামন্ত্রী৷ যাতে তাঁরা ছেলেমেয়েদের এই রাজ্যের কলেজগুলিতেই ভর্তি করান, তার আর্জিও জানান শিক্ষামন্ত্রী৷ পার্থবাবু বলেন, মোহের পিছনে ছুটছেন অভিভাবকরা৷ ভিনরাজ্যে পড়তে পাঠিয়ে তাঁরাও মুক্তির স্বাদ দিচ্ছেন৷ কিন্তু এ রাজ্যের কলেজগুলিতে যেভাবে গভীরে গিয়ে কোনও বিষয় পড়ানো হয়, সেটা অন্যত্র হয় না৷ বলেন, উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া বহুদিনের প্রথা৷ জ্যোতি বসু থেকে সিদ্ধার্থশঙ্কর রায়রা ব্যারিস্টারি পড়তে বিলেতে গিয়েছিলেন৷  তখন কেউ এটা নিয়ে নিন্দে করতেন না৷ গর্ব করতেন৷ আর ছাত্রছাত্রীরা সবাই ভিন রাজ্যে চলে যাচ্ছেন, এমন কথাও ঠিক নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *