শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ বিতর্কে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক মঞ্চ থেকে শিক্ষিকাদের স্ত্রী-রোগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে ছড়িয়ে তীব্র বিতর্ক৷ নজরুল মঞ্চে থেকে বদলি ইস্যুতে শিক্ষকদের কাঠগড়ায় তুলে শিক্ষামন্ত্রী শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ নিয়েও কটাক্ষ করেন৷ ক্ষিকাদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে শিক্ষক মহলে৷ রাজ্যজুড়ে তীব্র তৈরি তৈরি হতেই এবার বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন

8f5d6a79f43b3b69ed4edac81c4827bd

শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ বিতর্কে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক মঞ্চ থেকে শিক্ষিকাদের স্ত্রী-রোগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে ছড়িয়ে তীব্র বিতর্ক৷ নজরুল মঞ্চে থেকে বদলি ইস্যুতে শিক্ষকদের কাঠগড়ায় তুলে শিক্ষামন্ত্রী শিক্ষিকাদের ‘স্ত্রী-রোগ’ নিয়েও কটাক্ষ করেন৷ ক্ষিকাদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে শিক্ষক মহলে৷ রাজ্যজুড়ে তীব্র তৈরি তৈরি হতেই এবার বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী৷

সংবাদমাধ্যমে পার্থবাবু নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে জানিয়েন, তাঁর কথার সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না৷ তিনি বোঝাতে চেয়েছেন, শিক্ষকরা নিজেদের স্ত্রীদের রোগের কথা বলে বদলির আবেদন করছেন৷ তিনি স্ত্রী রোগ নিয়ে কিছু বলেননি৷

বৃহস্পতিবার নজরুল মঞ্চে শিক্ষিকাদের কাঠগড়ায় তুলে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘মিউচুয়াল ট্রান্সফার আমি করে দেব৷ বলেছিলাম না, অসুস্থ হলে বদলি করা হবে৷ এখন দেখছি সবাই অসুস্থ হয়ে পড়ছে৷ সবাই অসুস্থ হয়ে পড়ছে৷ আর এত বেশি মহিলা শিক্ষিকা, তারা স্ত্রীরোগের ভুগছেন, আমি নিজে আতঙ্কিত হয়ে পড়ছে। এটা কি হচ্ছে? জেনুইন কিছু থাকলে আমরা অবশ্যই দেখবো৷ আমি তো বলেছি জেলা শিক্ষিকাদের জেলায় রাখতে৷ আপনি যখন মহিলা ছিলেন, মানে যখন অবিবাহিত মহিলা, আপনি কল্যাণীতে কাজ করতেন৷ বিয়ে করে চলে গেলেন কাকদ্বীপে৷ এবার ট্রান্সফারের কারণ কী? বর আছে বেহালায়৷ সেই কারণে ট্র্যান্সফার লাগবে৷ কিন্তু কেউ এসে বলল না ওখানে ছাত্র-ছাত্রী বেশি আছে আমি ওখানে যেতে চাই৷’’

শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী৷ বলেন,‘‘বদলির আবেদন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী শিক্ষিকাদের সম্পর্কের যে মন্তব্য করেছেন, তা কোনভাবেই সমীচীন নয়৷ শিক্ষিকারা বৈবাহিক সূত্রে কোথায় আবদ্ধ হবেন তা নিয়ে কটাক্ষ করা শিক্ষামন্ত্রী হিসাবে কোনভাবেই শোভনীয় নয়৷ তাঁর এই মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ করছি৷’’

মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘‘এতদিন জানতাম শিক্ষামন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ৷ আজ আবার স্ত্রী-রোগ প্রসঙ্গে মন্তব্য করে শিক্ষিকাদের চরম অপমান করেলেন৷ শিক্ষামন্ত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞ কবে থেকে হলেন? এই মন্তব্যে শিক্ষিকাদের সম্মানহানির হয়েছে৷ শিক্ষামন্ত্রীর এই মন্তব্য প্রত্যাহার করা উচিত৷’’

এদিন শিক্ষামন্ত্রী বদলি প্রসঙ্গে আরও বলেন, ‘‘আমার ডিপারমেন্টকে বলে দিয়েছি, মেয়েদেরকে যতটা পারো জেলার মধ্যে রাখো৷ শিক্ষিকাদের জেলার মধ্যে রাখতে যদি না পারো, পাশের জেলায় দাও৷ এটা তো আমরা নতুন নিয়োগে করেছি৷ আমরা ট্রান্সফার চালু করেছি৷ ৭০ হাজারের ওপর বদলি করা হয়েছে৷ মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করুন আমরা দেখছি৷ কিছু করা যায় কিনা, দেখছি৷ কিন্তু এটা বলে রাখছি, যেখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম, সেখানে বদলি করা হবে না৷ কাউকে মুড়ি খাওয়ার জন্য ট্রান্সফার করা হবে না৷ আমরা চাই যেখানে শিক্ষক কম আছে অথচ ছাত্র-ছাত্রী বেশি, সেখানে আমরা পাঠাবো৷ আমরা চাই শিক্ষক তাঁর সম্মান, আত্মমর্যাদা নিয়ে কাজ করুক৷ ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেবেন তাঁরা৷ পড়াবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *