কলকাতা: কলেজে স্নাতকে ভর্তির ক্ষেত্রে আবেদনের ফি মকুব ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ১০ আগস্ট থেকে কলেজে কলেজে যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেই ভর্তি প্রক্রিয়ায় আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
আজ শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদনের জন্য আবেদনকারীর থেকে কোনরকম ফি নেওয়া যাবে না৷ এমনকি নথি আপলোডের ক্ষেত্রেও কোন টাকা দাবি করা যাবেনা৷ সরকারের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আবেদন করার জন্য কোনও কোনও কলেজ টাকা দাবি করছে৷ আজ শিক্ষামন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, যেহেতু এবার করোনা আবহে ভর্তি হচ্ছে, ১০ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেই ভর্তিপ্রক্রিয়ায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও ভাবে আবেদনকারীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না৷ এবার ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে হচ্ছে৷ সেখানে বলা হয়েছে, কলেজে ভর্ভির আবেদন অনলাইনে করতে হবে৷ শারীরিক ক্যাম্পাসে হাজিরা না দিয়ে অনলাইনে সমস্ত প্রক্রিয়াটি হবে৷ যখন ক্লাস শুরু হবে তখনই শুধুমাত্র পড়ুয়ারা কলেজে অংশ নিতে পারবেন৷ তার আগে আসতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ সে ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ আসছিল, কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদনের জন্য টাকা নেওয়ার৷ আজ সরকারের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা আবহে যেহেতু সাধারণ মানুষের উপার্জন করেছে, ফলে আবেদনের জন্য না নথি আপলোডের জন্য কোন রকম ভাবে অর্থ নেওয়া যাবে না৷
এই বিষয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘উচ্চশিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের অধীনস্থ সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজগুলি স্নাতক স্তরে আবেদন ফি বাবদ কোনও টাকা নেওয়া যাবে না৷ সেখানে অনলাইনে ভর্তির ব্যবস্থা হয়েছে, সেখানে কোনও রকম অর্থ কলেজ আবেদনকারী ছাত্র-ছাত্রীদের থেকে নিতে পারবে না৷ বেশকিছু কলেজের সম্বন্ধে শুনতে পাচ্ছি, তারা আবেদন ফি জমা নিচ্ছে৷ সেক্ষেত্রেও বলছি কোন অর্থ নেওয়া যাবে না৷’’ কিন্তু, গত ৩ দিন যে সমস্ত পড়ুয়া ইতিমধ্যেই আবেদন ফি জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ফি ফিরিয়ে দেবে কলেজ? যদিও এবিষয়ে কোনও জবাব মেলেনি৷