BREAKING: বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা? জবাব শিক্ষামন্ত্রীর!

BREAKING: বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা? জবাব শিক্ষামন্ত্রীর!

 

কলকাতা: করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে চলছে কার্যত লকডাউন৷ এই পরিস্থিতিতে জুন মাসে কোনও ভাবেই হবে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ নবান্ন থেকে এ কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এবার করোনা মুক্ত হয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷

আজ বিকাশভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী জানিয়ে দেন,  মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হবেই৷ তবে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে পরীক্ষা নেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী বললেন, ‘‘আপনারা পরীক্ষা বাতিল-বাতিল করছেন কেন জানি না৷ আমরা আশা করতে পারি, কোভিড সংক্রমণ সভত্যার নিজের কারণে কমে যাবে৷ পরীক্ষা নেওয়ার বিষয়গুলি পর্ষদ-সংসদ গাইডলাইন তৈরি করবে৷ আমরা স্কুল শিক্ষা দফতরের পোর্টালে যথা সময়ে জানিয়ে দেব৷’’

কবে নেওয়া হবে পরীক্ষা? কীভাবে মূল্যয়ণ হবে উত্তরপত্র? জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘আমি বারবার বলছি, অতিমারির সময় ১০০ বছরে একবার আসে৷ মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে জন্য লড়াই করছেন কেন্দ্রের অসহযোগিতার সত্ত্বেও, সেই পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি, সবার সঙ্গে কথা বলে, তাদের মতামত নিয়ে, শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী কী বলেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ আমরা দ্রুত জানিয়ে দেব৷’’  শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষা বাতিল হবে না৷ সংক্রমণ কমলে পরীক্ষা হবে৷

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র জানিয়েছেন, ‘‘শিক্ষামন্ত্রীর এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি৷ তবে পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক৷ উত্তরপত্র মূল্যয়ানের বিষয়ে অন্যান্যবারের মতো কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হোক৷ যেহেতু ছাত্রছাত্রীরা উদ্বেগের মধ্যে আছে তাই যতটা সম্ভব আগে থেকেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার দাবি জানাচ্ছি৷’’

অল পোস্ট গ্ৰ্যজুয়েট টিচার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সহ সভাপতি বৈশাখী সাহা বলেন, ‘‘মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে বাতিল না হয়, সেবিষয়ে সংগঠন আগেই প্রস্তাব-সহ আবেদন জানিয়েছিল৷ আজ শিক্ষামন্ত্রীর ঘোষণা সঠিক ও যথার্থ বলে মনে করা হচ্ছে৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষার মূল্যায়নকে গুরুত্ব দেওয়া দরকার৷ যাতে তাদের উচ্চ শিক্ষায় সমস্যা না হয়৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিদ্ধান্তও বাস্তবসম্মত৷ শিক্ষা দফতরের ছাত্র ও অভিভাবকদের উদ্বেগ কমাতে হোম সেন্টার, সংশোধিত পদ্ধতি মূল্যায়ন-সহ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত অতিদ্রুত জানানো দরকার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *