রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: পরীক্ষা নেওয়ার ৬ মাসের মাথায় প্রকাশিত হতে চলেছে এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল৷ এবছর কাউন্সেলিং পর্ব হবে অনলাইনে৷ চলতি বছরের শুরুতে পরীক্ষা নেওয়া হলেও বছরের মাঝামাঝি সময়ে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী৷

আরও পড়ুন- JEE, NEET স্থগিতের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় পড়ুয়াদের

আগামী ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল প্রকাশ হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পরীক্ষার প্রায় ছ'মাস পর ফল প্রকাশিত হচ্ছে৷ কাউন্সেলিং পর্ব এবছর পুরোটাই অনলাইনে হবে বলে জানানো হয়েছে৷ তবে কীভাবে ভর্তি পরীক্ষা হবে সেই বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে৷

আরও পড়ুন- হতে পারে কলেজ পরীক্ষা, আরও পিছল UGC-র সুপ্রিম মামলার শুনানি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের অপেক্ষায় ছিল৷ গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল৷ এবছর প্রথম রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স আগে নেওয়া হবে৷ যাতে কলেজে শূন্য আসনের সংখ্যা কমানো যায়৷ কিন্তু, ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হলেও  করোনার জেরে ফল প্রকাশ করা যাচ্ছিল না৷ কিন্তু, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে শুরু হয়েছিল তৎপরতা৷

আরও পড়ুন- সরকারি শিক্ষাব্যবস্থায় উন্নত পরিকাঠামো না গড়লে শিক্ষানীতি সফল হবে না

ফলপ্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ৭ তারিখ ঘোষণা করা হবে৷ কোন সময় এই ফল প্রকাশ হবে তা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে৷ এবার প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বসেছিলেন৷ পরীক্ষার রেজাল্ট তৈরি করতে গিয়ে বাধ সেধেছিল করোনা৷ ফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৭ অগাস্ট আমরা জয়েন এন্ট্রান্স রেজাল্ট প্রকাশ করব এবং সবটাই এবার হবে অনলাইনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =