পুজোর মিছিল: স্কুল নিয়ে কী সিদ্ধান্ত? শিক্ষা দফতরের নির্দেশিকা প্রকাশের দাবি

পুজোর মিছিল: স্কুল নিয়ে কী সিদ্ধান্ত? শিক্ষা দফতরের নির্দেশিকা প্রকাশের দাবি

কলকাতা: ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো৷ সেই স্বীকৃতি উদযাপন করতেই আগামী ১ সেপ্টেম্বর কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ওই দিন বেলা ১টার মধ্যে স্কুল, কলেজ ও অফিস ছুটি হয়ে যাবে। তবে বলা হয়েছে,  একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ওই মিছিলে অংশ নেবে। কিন্তু শিক্ষা দফতর এই সংক্রান্ত কোনও নির্দেশিকা দেয়নি তাই ধন্দ বাড়ছে। আর এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ জেলার সম্পাদক অনিমেষ হালদার৷

আরও পড়ুন- ভার্চুয়াল হাজিরা দিতে পারবেন পার্থ-অর্পিতা? যা জানা গেল

রাজ্যের অধিকাংশ স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে ওই দিন কতক্ষণ স্কুল হবে? পরীক্ষা নেওয়া যাবে কি? পরীক্ষা না থাকলে অন্যান্য ক্লাসের পঠন-পাঠন প্রতিদিনের মত চলবে কি? এই সব প্রশ্ন তোলা হয়েছে। দাবি করা হয়েছে, এই সব বিষয়ে কোনও বিভাগীয় নির্দেশিকা না থাকায় ধন্দে পড়েছে স্কুলগুলি। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ইতিমধ্যে অনেক স্কুলই এদিনের পরীক্ষা বাতিল করেছে। কিন্তু যেহেতু এখনও শিক্ষা দফতর থেকে কোনও নির্দেশিকা আসেনি তাই বিভাগীয় সুনির্দিষ্ট নির্দেশিকা প্রকাশ করার দাবি জানিয়েছে STEA।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে আনতে হবে কলকাতায়। স্কুল বন্ধ করে, পরীক্ষা না দিয়ে কলকাতায় আসবে তারা এবং মিছিলে অংশ নেবে৷ কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হবে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে থেকে মিছিল শুরু হবে৷ মিছিল যাবে রানিরাসমণি অ্যাভেনিউ পর্যন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 6 =