কলকাতা: করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিগত প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসেই খুলে যাবে স্কুল। এই সিদ্ধান্ত ঘোষণার পর ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন নিয়ম মানতে হবে। স্বাভাবিকভাবে এই ইস্যুতে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, সমস্ত নিয়ম জানিয়ে দিতে ২৮ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে।
যে বুকলেট প্রকাশ করা হয়েছে তাতে স্কুল খোলার পর কোন কোন নিয়ম মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল খোলার আগে কোন নিয়ম পালন করতে হবে তারও উল্লেখ রয়েছে এই বুকলেটে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুলের স্যানিটাইজেশন কাজ শুরু হয়ে গিয়েছে। তা সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই ডেডলাইন দেওয়া হয়েছে সরকারের তরফে। বাকি যে সমস্ত নিয়ম পালন করতে হবে তার জন্যই এই বুকলেট প্রকাশ করা হয়েছে। বুকলেটে যে সমস্ত নিয়ম ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, স্কুলে যে সমস্ত পড়ুয়ারা আসবে তাদের সকলকে মাস্ক পরতেই হবে। এছাড়াও যথাযথ সময়ে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
স্কুল কর্তৃপক্ষের জন্য বিশেষ গাইডলাইন বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে স্কুলগুলিতে শয্যা যুক্ত আইসোলেশন ঘর রাখতে হবে, যাতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে সেখানে পাঠিয়ে দেওয়া যায়। প্রয়োজনমতো সেখানেই চিকিৎসা শুরু করা যাবে। এর পাশাপাশি রয়েছে দুটি শিফটে ক্লাস করানো। অর্থাৎ সারা দিনে মাত্র দুটি সময় ক্লাস হবে এবং সকলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বসাতে হবে শিক্ষক এবং শিক্ষিকাদের। এই বুকলেটে আরও জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের পর ক্লাস রুম স্যানিটাইজ করতে হবে। এছাড়াও ক্লাসরুমে রাখতে হবে মাস্ক এবং স্যানিটাইজার।