প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের কী হবে? জানাল শিক্ষা দফতর

প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের কী হবে? জানাল শিক্ষা দফতর

কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল৷ কিন্তু কবে থেকে স্কুলে যেতে পারবে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা? এই প্রশ্নই ঘোরাফেরা করছিল অভিভাবকদের মনে৷ অনুমান করা হচ্ছিল এবার হয়তো ধাপে ধাপে খুলবে স্কুল, আগের মত শুরু হবে ক্লাস। কিন্তু আপাতত তেমন কোনও কিছু ঘটছে না বলেই স্পষ্ট হয়ে গেল।

রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের আপাতত সশরীরে ক্লাস শুরু হচ্ছে না। আগামী ৩ জানুয়ারি থেকে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য তাদের অনলাইনেই পঠন-পাঠন চলবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ওই দিনের মধ্যে পড়ুয়াদের মিড ডে মিলের সামগ্রী এবং নতুন বই দিয়ে দিতে হবে বলে শিক্ষা দফতরের তরফে  স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ১ এবং ২ জানুয়ারি ছুটির দিনেও বই এবং মিড ডে মিলের সামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ফের একবার করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্কুল-কলেজ খোলা রাখার বিষয়ে নতুন করে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা উচিত কিনা সে বিষয়টি নতুন করে পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি থেকে সারা দেশের পাশাপাশি এ রাজ্য ১৫ থেকে ১৮ বছর বয়স্কদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজ বন্ধের প্রসঙ্গে বলেন, স্কুল-কলেজগুলির উপর নজর রাখতে হবে৷ ছোটদের স্বাস্থ্যর উপর গুরুত্ব দিতে হবে৷  কোনও রকম ঝুঁকি নেওয়া চলবে না। ফের সংক্রমণ বাড়লে স্কুল-কলেজ বন্ধ করতে হবে৷ তিনি আরও বলেন, ছোটদের টিকাকরণের উপর নজর দিতে হবে৷ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে৷ সেই সঙ্গে রাজ্যে ফের বিধিনিষেধ বাড়ানোর কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 19 =