‘বিয়ে করব না, পুলিশকাকু আমি পড়তে চাই!’ থানায় নালিশ ছাত্রীর

চুঁচুড়া: পুলিশকাকু আমি পড়তে চাই৷ বিয়ে করব না৷ থানায় এসে অভিযোগ জানাল কিশোরী৷ ছাত্রীর অভিযোগ পেয়ে ব্যবস্থা চন্দননগর থানার পুলিশের৷ কিশোরীর মুখে অভিযোগ শুনে নাবালিকাকে বিয়ে রুখতে শুরু হয় পুলিশি তৎপরতা৷ পুলিশের সঙ্গে পরিবারের আলোচনার পর বিয়ে রুখে দেওয়ার নিশ্চয়তা পেয়ে হাসি ফোটে লিচুতলার ওই ছাত্রীর৷ চন্দননগর থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ওই পরিবারকে চাইল্ড লাইন

‘বিয়ে করব না, পুলিশকাকু আমি পড়তে চাই!’ থানায় নালিশ ছাত্রীর

চুঁচুড়া: পুলিশকাকু আমি পড়তে চাই৷ বিয়ে করব না৷ থানায় এসে অভিযোগ জানাল কিশোরী৷ ছাত্রীর অভিযোগ পেয়ে ব্যবস্থা চন্দননগর থানার পুলিশের৷ কিশোরীর মুখে অভিযোগ শুনে নাবালিকাকে বিয়ে রুখতে শুরু হয় পুলিশি তৎপরতা৷

পুলিশের সঙ্গে পরিবারের আলোচনার পর বিয়ে রুখে দেওয়ার নিশ্চয়তা পেয়ে হাসি ফোটে লিচুতলার ওই ছাত্রীর৷ চন্দননগর থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ওই পরিবারকে চাইল্ড লাইন মারফত কাউন্সেলিং করানো ব্যবস্থা করানো হচ্ছে৷ পরিবার বিয়ে আপাতত স্থগিত রাখছে বলে সিদ্ধান্ত নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =