লখনউ: দিনে দিনে ভারতে বেড়েই চলেছে শ্লীলতাহানি ও ধর্ষণের মতো ঘটনা৷ রাজপথে বেরিয়ে মহিলা ও শিশুরা নানান অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন৷ সেই সমস্যার কথা মাথায় রেখে এবার নয়া যন্ত্র আবিস্কার করলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন পড়ুয়া৷
ধর্ষণ কিংবা শ্লীলতাহানীর মতো সামাজিক অসুখ রুখতে অভিনব স্যান্ডেল-ড্রোন আবিষ্কার করলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাষ যাকে তাঁরা নাম দিয়েছেন ‘স্যান্ডাল ড্রোন’৷ ‘ফ্লাইং কপ অ্যান্ড ওউমেন ডিফেন্স সিস্টেম’ নামের ওই প্রকল্পে মোরাদাবাদের পড়ুয়ারা এমন একটি মহিলাদের জুতো বানিয়েছেন, যাতে প্রয়োজন পড়লে আক্রমণকারীকে ইলেকট্রিক শক দিয়ে ঘায়েল করা যাবে৷
ওই বিশেষ জুতোয় লাগানো জিপিএস সিস্টেম৷ জিপিএসের মাধ্যমে স্থানীয় থানা ও নজরদারি ড্রোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠিয়ে দেবে মুহূর্তের মধ্যেই৷ বিপদে পড়লে শুরু ওই জুতোয় লাগানো একটি বিশেষ সুইচ অন করলেই মুহূর্তেই বার্তা পৌঁছে যাবে৷
Students: Once a distress signal is sent a drone will fly towards the user using the GPS, it will sound an alarm so people who are nearby can come forward to help. The drone will also record video that will help police in their investigation later on. (3.6.19) pic.twitter.com/GTf5lnXjdn
— ANI UP (@ANINewsUP) June 3, 2019
এই স্যান্ডেল-ড্রোনের অন্যতম আবিষ্কারক দীবাকর শর্মা জানিয়েছেন, ভারতবর্ষে ধর্ষণ ও যৌন হেনস্থার মত ঘটনা রুখতে এই স্যান্ডাল ড্রোন বানানো হয়েছে৷ ওই জুতোয় থাকবে প্যানিক বোতাম৷ কোনও কেউকে আক্রমণ করলে তাঁকে এই জুতো দিয়ে মারলেই বিদ্যুতের ঝটকা লাগবে৷ এই স্যান্ডাল-ড্রোন খুব শীঘ্রই বাজারজাত করা হবে৷