কলকাতা: ১৮ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে নাসায় যাচ্ছে পুরুলিয়ার মেয়ে অভিনন্দা ঘোষ৷ সেন্ট জেভিয়ার্স পুরুলিয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা৷ এবার আন্তর্জাতিক অঙ্ক মেধা পরীক্ষা নজির তারকেশ্বরের নছিপুর এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির দীপন কোনার৷ ১৬টি দেশের এক হাজার পরীক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম দশে নাম লিখিছে তারকেশ্বরের দীপন৷
এলোহা মেন্টাল অ্যারেথমেটিক ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০১৯-এ এই পরীক্ষা হয় চিনে৷ সেখানে ভারত-সহ চিন, মেক্সিকো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, রাশিয়ার মতো ১৬টি দেশের অন্তত এক হাজার প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ ভারত থেকে ৩৮ জন প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় মাত্র ৫ মিনিটে ৭০টি নির্ভুল অঙ্ক কষে দশম স্থান অধিকার করেছে দীপন৷ ৭০টি অঙ্ক ৪ মিনিটে শেষ করে চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে নিয়েছে তারকেশ্বরের দীপন৷
অন্যদিকে, ১৮ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে নাসায় যাচ্ছে পুরুলিয়ার মেয়ে অভিনন্দা ঘোষ৷ সেন্ট জেভিয়ার্স পুরুলিয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা৷ জানা গিয়েছে, আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় হয়ে পুরুলিয়া থেকে নাসায় উদ্দেশ্য যাত্রা করবে অভিনন্দা৷ গোটা বিশ্বজুড়ে ১৮ লক্ষ পড়ুয়াকে পিছনে ফেলে জয়ী হয়েছে নবম শ্রেণির ওই পড়ুয়া৷ সফল হওয়ার পর ইতিমধ্যেই নাসায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছে অভিনন্দা৷
মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার৷ অভিনন্দা মা জানিয়েছেন, ছোট থেকেই মেধাবী পড়ুয়া অভিনন্দা৷ এই সাফল্যের জন্য তাঁদের খুব বেশি পরিশ্রম করতে হয়নি৷ মেয়ে নিজে থেকেই তার অধ্যবসায় চালিয়ে গিয়েছে৷ তবে, এই সাফল্য পেতে কম পরিশ্রম করতে হয়নি অভিনন্দাকে৷ অপকট জানিয়েছে, ‘‘আমার প্রস্তুতি শুরু হয়েছিল ক্লাস চতুর্থ শ্রেণি থেকেই৷ অষ্টম শ্রেণিতে ওঠার পর মেনে সাফল্য৷’’ আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় হয়ে আগামী কয়েক দিনের মধ্যেই নাসায় চলে যাবে অভিনন্দা৷ সেখানে মাস তিনেক নেবেন প্রশিক্ষণ৷ ছাত্রীর সাফল্যে গর্বে বুক বেধেছে স্কুল৷ আজ সকালেই অভিনন্দাকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন স্কুলের শিক্ষকরাও৷ পুরুলিয়ার মেয়ের এই সাফল্য গর্বিত গোটা বাংলা৷