বইমেলায় যানইনি, তবুও ১ লক্ষ টাকার বই উপহার পেলেন অধ্যাপক

কলকাতা: বইমেলায় ১ লক্ষ টাকার বই উপহার পেয়েছেন বলে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ড কর্তার ফোন পেয়ে রবীন্দ্রভারতীর প্রাক্তন অধ্যাপক পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রথমে ঠাহর করতে পারেননি৷ কারণ তিনি তো বইমেলায় যানইনি! খুশির উপহারে অচিরেই ভুল ভাঙে৷ আসলে তাঁর মেয়ে অধ্যাপিকা নৈঋতা বন্দ্যোপাধ্যায় বইমেলায় বই কিনে বাবার নামটা লিখে দিয়েছিলেন৷ কলকাতা বইমেলা কর্তৃপক্ষের তরফে দেওয়া ১

af918192abe348dcf635d166750db215

বইমেলায় যানইনি, তবুও ১ লক্ষ টাকার বই উপহার পেলেন অধ্যাপক

কলকাতা: বইমেলায় ১ লক্ষ টাকার বই উপহার পেয়েছেন বলে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ড কর্তার ফোন পেয়ে রবীন্দ্রভারতীর প্রাক্তন অধ্যাপক পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রথমে ঠাহর করতে পারেননি৷ কারণ তিনি তো বইমেলায় যানইনি! খুশির উপহারে অচিরেই ভুল ভাঙে৷ আসলে তাঁর মেয়ে অধ্যাপিকা নৈঋতা বন্দ্যোপাধ্যায় বইমেলায় বই কিনে বাবার নামটা লিখে দিয়েছিলেন৷

কলকাতা বইমেলা কর্তৃপক্ষের তরফে দেওয়া ১ লক্ষ টাকার বই কেনার সুযোগ পেয়ে তাঁরা রবীন্দ্রনাথের বই বেশি কিনে মন ভরাতে চান৷ এমনটাই জানিয়েছে ওই পরিবার৷ কলকাতা বইমেলায় আয়োজকরা ঘোষণা করেছিলেন, বই কিনুন লাইব্রেরি গড়ুন৷ ক্রেতারা ১০০০ টাকার বেশি বই কিনলে তাঁরা লটারির মধ্যে অন্তর্ভুক্ত হবেন৷ বইমেলায় লটারিতে বিভিন্ন ধাপে চার জন ক্রেতা বইয়ের সেল্ফ সহ ১ লক্ষ টাকা মূল্যের বই উপহার পাবেন৷ ক্রেতা তাঁর পছন্দ মতো বই কিনতে পারবেন৷ বইমেলায় লটারিতে প্রথম সৌভাগ্যবান হলেন পবিত্রবাবু৷ এরপরে বইমেলা চলাকালীন আরও তিনজন এই সুযোগ পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *