এক বছরের ডিপ্লোমা কোর্স নিয়ে এল ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটি! জানেন কোন বিষয়ে?

কলকাতা: যাঁরা কমিউনিকেটিভ ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চান, তাঁদের জন্য দারুণ খবর৷ ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটি দিচ্ছে এক বছরের ডিপ্লোমা কোর্সের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে…

কলকাতা: যাঁরা কমিউনিকেটিভ ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চান, তাঁদের জন্য দারুণ খবর৷ ডায়মন্ড হারবার উইমেনস ইউনিভার্সিটি দিচ্ছে এক বছরের ডিপ্লোমা কোর্সের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷

 

বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষা ও সংস্কৃতিচর্চা কেন্দ্রের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, প্রতি সোম এবং বুধবার বেলা সাড়ে ৩টে থেকে ইংরেজি বিভাগে ক্লাস নেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। মোট দু’টি সিমেস্টারে কোর্স সম্পন্ন করা হবে৷ প্রতি কোর্সের জন্য ৩৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে৷ অর্থাৎ দু’দফায় মোট ৭ হাজার টাকা কোর্স ফি লাগবে। গ্রামার, ভোকাবুলারি, অফিসার ডকুমেন্ট ড্রাফট-সহ অন্যান্য বিষয়ে এখানে পড়ানো হবে৷  ক্লাস শুরু হচ্ছে আগামী ২৮ অগাস্ট, বুধবার থেকে৷