ছাত্র বিদ্রোহে রাজপথ কাঁপয়ে ক্যাট পরীক্ষায় প্রথম দশে বাংলার দেবর্ষি

ছাত্র বিদ্রোহে রাজপথ কাঁপয়ে ক্যাট পরীক্ষায় প্রথম দশে বাংলার দেবর্ষি

কলকাতা: ‘হোক কলরব’ থেকে নাগরিকত্ব সংশোধন আইন, ছাত্র রাজনীতি নিয়ে সবসময়ই যেমন বিতর্কের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম৷ তেমনই রাজ্য তথা দেশের শিক্ষাক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতার দিক থেকেও সমানভাবে ঐতিহ্যের ধারা বহন করে চলেছে এখানকার পড়ুয়ারা৷ এবারও সেই ধারাই অব্যাহত রাখলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র দেবর্ষি চন্দ৷ কমন এন্ট্রান্স টেস্ট (ক্যাট)–এ সেরা দশ-এ  আছেন দেবর্ষি৷

শনিবারই প্রকাশিত হয়েছে দেশের ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ক্যাট (কমন এন্ট্রান্স টেস্ট)-এর ফল৷ এই পরীক্ষায় ১০ জন বিশেষ ছাত্রছাত্রী যারা ‘ম্যাজিক’ নম্বর, ১০০ পার্সেন্টাইল পেয়েছেন সেই ১০ জনের মধ্যে অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেবর্ষি৷

খড়দার বাসিন্দা দেবর্ষি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন৷ শুরুটা আর পাঁচটা মেধাবী পড়ুয়াদের মত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হলেও একটু অন্যরকম কিছু একটা করার তাগিদ সবসময়ই কাজ করত দেবর্ষির মধ্যে৷ ২০১৮ সালে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে কিছুদিন এইচএসবিসি ব্যাঙ্কে অ্যানালিস্টের কাজ করেছেন৷ পোষায়নি সে চাকরি৷ ফের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন৷ এনার্জি স্টাডিজে স্নাতকোত্তর পড়ছিলেন, তার মধ্যেই পরপর দু'বছর ক্যাট পরীক্ষায় বসলেন৷ গত বছরও ক্যাট–এ ৯৯.৮৩ পার্সেন্টাইল পেয়েছিলেন তিনি৷

বিগতক বছরগুলোতে দেশের আর্থিক পরিস্থিতি হয়ত তাকে নতুন করে চিন্তাভাবনা করতে প্রেরণা জুগিয়েছে৷ তাই এবার দেবর্ষি লক্ষ্য স্থির করে ফেলেছেন৷ অর্থনীতি নিয়ে গবেষণা করতে চান তবে সেটা কলকাতাতে থেকেই৷ অথচ ১০০ পার্সেন্টাইল পাওয়ায় দেশের যে কোনও আইআইএমে পড়ার সুযোগ রয়েছে তাঁর৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের চেনামুখ দেবর্ষি চন্দ৷ ‘হোক কলরব’ আন্দোলনেও  ছিলেন৷

লোকসভা নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী সবসময়ই বাংলার শিক্ষাক্ষেত্র নিয়ে বড়সড় ইস্যু তৈরি করাটা রাজ্যের প্রধান বিরোধী দলের স্বভাবসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে৷ কদিন আগে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরে  স্বয়ং রাজ্যপাল রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ এনআরসি প্রতিবাদ নিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে মতামত দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী৷ তবে আন্দোলনের কারিগররাই যে বুদ্ধিমত্তা ও শিক্ষার জোরে দেশকে সঠিক দিশা দেখাতে পারে দেবর্ষির মত ছাত্ররা তারই ইঙ্গিত বহন করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *