দেখন, উচ্চ মাধ্যমিকের প্রথম দশের পূর্ণাঙ্গ মেধাতালিকা

কলকাতা: এ বছর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকার উপরের দিকে রইল জেলার ছাত্র ছাত্রীরা। তবে কলকাতার পড়ুয়ারাও মান রেখেছে। তারা বেশ কয়েকটি শীর্ষ স্থান পেয়েছে। মেধা তালিকায় প্রথম দশে ১৩৭ জন রয়েছে। প্রথম হয়েছে ২ জন। বীরভূমের শোভন মণ্ডল এবং রাজর্ষি বর্মন। তারা ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে ৬ জন। বেশ কয়েক বছর পর রহড়া

দেখন, উচ্চ মাধ্যমিকের প্রথম দশের পূর্ণাঙ্গ মেধাতালিকা

কলকাতা: এ বছর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকার উপরের দিকে রইল জেলার ছাত্র ছাত্রীরা। তবে কলকাতার পড়ুয়ারাও মান রেখেছে। তারা বেশ কয়েকটি শীর্ষ স্থান পেয়েছে। মেধা তালিকায় প্রথম দশে ১৩৭ জন রয়েছে। প্রথম হয়েছে ২ জন। বীরভূমের শোভন মণ্ডল এবং রাজর্ষি বর্মন। তারা ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছে ৬ জন। বেশ কয়েক বছর পর রহড়া রামকৃষ্ণ মিশন মেধা তালিকায় এসেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও রয়েছে তালিকায়। মাধ্যমিকের মেধা তালিকায় যেমন কলকাতার মাত্র একজন ছিল, উচ্চ মাধ্যমিকে তা হয়নি। কলকাতার অনেক স্কুলই সেই তালিকায় চলে এসেছে।

এ বছর পরীক্ষা দিয়েছিল ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন। পাশের হার ৮৬.২৯ শতাংশ। ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার বেশি। ছাত্রদের পাশের হার ৮৭.৪৪ এবং ছাত্রীদের ৮৫.৩০ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, ফল প্রকাশ হল পরীক্ষা শেষের ৭৪ দিন পর। সামগ্রিক সাফল্যে প্রথম স্থান পূর্ব মেদিনীপুরের, দ্বিতীয় কলকাতার, তৃতীয় পশ্চিম মেদিনীপুরের এবং চতুর্থ কালিম্পং। মাধ্যমিকেও প্রথম তিনে এই জেলাগুলিই ছিল। প্রথম স্থানাধিকারী দুজনেই বিজ্ঞান বিভাগের। কলা বিভাগে প্রথম হয়েছে রাকেশ দে। সে মেধা তালিকায় চতুর্থ স্থানে।

দেখন, উচ্চ মাধ্যমিকের প্রথম দশের পূর্ণাঙ্গ মেধাতালিকা
বাঁদিকে যুগ্মভাবে প্রথম কোচবিহারের জেনকিন্স স্কুলের রাজর্ষি বর্মণ ও ডানদিকে বীরভূমের শোভন মণ্ডল ৷

প্রথম। ৪৯৮। ৯৯.৬ শতাংশ
শোভন মণ্ডল, বীরভূম জেলা স্কুল , বীরভূম
রাজর্ষি বর্মন, জেনকিনস হাইস্কুল, কোচবিহার

দ্বিতীয়। ৪৯৬। ৯৯.২ শতাংশ
সংযুক্তা বসু, বিধাননগর গভর্ণমেন্ট হাই স্কুল সল্টলেক
তন্ময় মেইকাপ, বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর
স্বর্ণদীপ সাহা, দিনহাটা হাই স্কুল, কোচবিহার
ঋতম নাথ, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদীয়া
মহম্মদ মাসুম আখতার, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
অনাতপ মিত্র, জেনকিনস স্কুল, কোচবিহার

তৃতীয়। ৪৯৪। ৯৮.৮ শতাংশ
বর্ণালী ঘোষ, নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়, হুগলি
সুক্রিয় চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বর্ধমান
মৃন্ময় মন্ডল, গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুল, উত্তর ২৪ পরগনা
সুপ্রিয় শীল, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলী

চতুর্থ। ৪৯২। ৯৮.৪ শতাংশ
রাকেশ দে, সাঁইথিয়া টাউন স্কুল, বীরভূম
মহাকাশ মন্ডল,বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া
ঐতিহ্য সাহা, জেনকিনস স্কুল,কোচবিহার।
শ্রমন জানা,শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ ,হুগলি
শ্রেয়সী সরকার, টাকি হাউজ গভমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা
কমল দাস, ত্রিবেণী থার্মাল ডঃ বি সি রায় বিদ্যালয় ,হুগলি

পঞ্চম। ৪৯১। ৯৮.২ শতাংশ
অভিজিৎ সাহু, বাইতা মহেন্দ্রনাথ হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর
রত্নদ্বীপ সেন বন আশুড়িয়া হাই স্কুল, বাঁকুড়া
সৌরভ কবরী বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন, পশ্চিম মেদিনীপুর
তীর্থ রাজরায়, বহরমপুর জে এন একাডেমী, মুর্শিদাবাদ
শীর্ষেন্দু ঘোষ, বীরভূম জেলা স্কুল, বীরভূম
পুষ্পেন্দু খান, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বর্ধমান
সূর্যতপ বসু, বিদ্যালয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা
সাগর সরকার, ইসলাম পুর হাই স্কুল, উত্তর দিনাজপুর
সত্যম কর,যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা
প্রত্যয় দে, বহরমপুর কে এন একাডেমী, মুর্শিদাবাদ
বীরেশ্বর ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা
স্বহিতাগ্নি চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা,
অনির্বাণ খাড়া,রামনগর নুটু বিহারী পাল চৌধুরী হাই স্কুল, হুগলি
অর্ক দাস, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা

ষষ্ঠ , ৪৯০। ৯৮ শতাংশ
পল্লব ঘোষ, পাঠভবন, কলকাতা
কিরণ মন্ডল, বাগনান হাই স্কুল, হাওড়া
মোজাম্মেল হক, বাঁকুড়া জেলা স্কুল ,বাঁকুড়া
স্বর্ণজিত পোদ্দার, বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির, কলকাতা
অর্পণ দাস ,বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ মডেল স্কুল, হাওড়া
তিতলি মুখার্জি,ভাস্তাড়া যজ্ঞেশ্বর হাই স্কুল, হুগলি
সপ্তর্ষি রায়, গাজোল এইচ এন এম হাই স্কুল, মালদা
সৌম্য সামন্ত, নব নালন্দা হাই স্কুল,কলকাতা
ধ্রুব মিত্র,হুগলি ব্রাঞ্চ স্কুল, হুগলি
স্নিগ্ধা বর্ধন, কালী গতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন, বীরভূম
অত্রি বিশ্বাস, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল,নদীয়া
শঙ্খদীপ বেরা,মঙ্গলামাড়ো মঙ্গলা একাডেমী,পূর্ব মেদিনীপুর

সপ্তম। ৪৮৯ । ৯৭.৮ শতাংশ
ইন্দ্রনীল রায়, মাথাভাঙ্গা হাই স্কুল , কোচবিহার
সায়ন্তন মুখার্জি,বাঁকুড়া জেলা স্কুল , বাঁকুড়া
রাজিব হাজরা,বোলপুর হাই স্কুল, বীরভূম
শুভ্র শংকর দত্ত, কাঁথি হাই স্কুল, পূর্ব মেদিনীপুর
সুনয়ন সরকার, আরামবাগ হাই স্কুল, হুগলি
শাফিদা খাতুন,বাগান্ডা জটাধারী হাই স্কুল, হাওড়া
সৈকত বেরা, বালিপুর মেলা তলা হাই স্কুল , হুগলি,
স্বপ্নময় গাঙ্গুলী, হেয়ার স্কুল, কলকাতা
অয়ন মজুমদার, ধুপগুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, জলপাইগুড়ি
রুপম দে, জেনকিনস স্কুল, কোচবিহার
মৈনাক মান্না, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা
সৃজিতা দাস, রাজকুমারী সান্তনা মই গার্লস স্কুল, পূর্ব মেদিনীপুর
দেবরূপ সিনহা, সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা
সৌতম ভট্টাচার্য, উত্তরপাড়া গভমেন্ট হাই স্কুল, হুগলি

অষ্টম । ৪৮৮ । ৯৭.৬ শতাংশ
সৌম্যদীপ পায়রা, পাথফাইন্ডার এইচ এস পাবলিক স্কুল যোধপুর পার্ক, কলকাতা
সৌরব সিংহ, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া
নীলমণি সাহা, বহরমপুর জে এন একাডেমী, মুর্শিদাবাদ
সৃজিতা ঘোষ, বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা
শুভদীপ নন্দী, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া
নওরীন খাতুন, বুধিয়া হাই মাদ্রাসা, মালদা
হৃষিত ঘোষ, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, উত্তর ২৪ পরগনা
কুন্তল দাস, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ মডেল স্কুল, হাওড়া
নবেন্দু ঘটক, আরামবাগ হাই স্কুল, হুগলি
রাতুল সামন্ত, এগ্রা ঝোটু লাল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর
সায়ন্তন সাহা, মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি
অভিজিৎ গুপ্ত, ময়নাগুড়ি হাই স্কুল, জলপাইগুড়ি
মৌলিন্দ কুন্ডু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা
ঋদ্ধিমান বিশ্বাস, পাথফাইন্ডার এইচ এস পাবলিক স্কুল যোধপুর পার্ক, কলকাতা
দেবজ্যোতি পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বর্ধমান
শুভম মাইতি, কন্টাই মডেল ইনস্টিটিউশন, পূর্ব মেদিনীপুর
স্বপ্ননীল সেন, ফালাকাটা হাই স্কুল, আলিপুরদুয়ার
দেবপ্রিয় শীল, হুগলি ব্রাঞ্চ স্কুল, হুগলি
মধুরিমা দত্ত, কালিগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল, উত্তর দিনাজপুর
অয়ন চক্রবর্তী, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল এইচ এস, নদীয়া
আদিত্য বসু, কৌতালা আর কে এ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা
কাজী রিয়াজ আহমেদ, খালাতপুর হাই মাদ্রাসা, হাওড়া
সিনে আলম, করোনেশন হাই স্কুল, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর
সৌমিক সরকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা
শ্রেয়া দাস, রামনগর হাই স্কুল, বর্ধমান

নবম । ৪৮৭ । ৯৭.৪ শতাংশ
ঈশিতা চট্টোপাধ্যায়, ছান্দার গৌরীশংকর হাই স্কুল, বাঁকুড়া
ঈশিতা পান্ডা, দুবরা আদর্শ বিদ্যামন্দির হাই স্কুল, ঝারগ্রাম
দিশিকা মান্না, গোপালগঞ্জ প্রিয়নাথ বাণী ভবন (হাই), পূর্ব মেদিনীপুর
সায়ন পান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা
শুভম পাল, ইসলাম পুর হাই স্কুল, উত্তর দিনাজপুর
সৌম্যদীপ খান, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা
সুমন মাহাত, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর
সোমলগ্না চ্যাটার্জী, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, হুগলি
হৈমন্তিকা কর্মকার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর
রীতপ্রিয় প্রধান, কে কে ইন্সটিটিউশন ঝারগ্রাম কে কে ইন্সটিটিউশন, ঝারগ্রাম
সোমা সাহা মানিকচক শিক্ষা নিকেতন, মালদা
কৌস্তভ চক্রবর্তী, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর
প্রিয়া মুরলি, মুথাডাঙা আর কে হাই স্কুল, হুগলি
সূর্যতপা সাঁতরা, হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় হাই স্কুল, পূর্ব মেদিনীপুর
মৈনাক জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ ২৪ পরগনা
অসমিতা চ্যাটার্জি, পুরুলিয়া গভমেন্ট গার্লস স্কুল, পুরুলিয়া
প্রীতিলতা রাজবংশী, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর
তৃষিতা হাসান, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার
লক্ষীপ্রিয়া পতি, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, বাঁকুড়া
আয়ুস পন্ডিত, রামকৃষ্ণ মিশন হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা
অনিকেত ঘোষ, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ, দার্জিলিং
দেবমিত্র দাস, সিঙ্গুর গলাপ মোহিনী মল্লিক গার্লস হাই স্কুল, হুগলি
মানস প্রতিম বিশ্বাস, স্প্রিং ডেল হাই স্কুল, নদীয়া
নিলয় চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন হোম হাই স্কুল উত্তর ২৪ পরগনা

দশম । ৪৮৬। ৯৭.২ শতাংশ
শ্রেয়া সরকার, আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল, আলিপুরদুয়ার
মাহফুজা খান, শ্রীমতি জহর নন্দী বিদ্যাপীঠ, কলকাতা
অদ্রি দেব মন্ডল, রামকৃষ্ণ মিশন বয়েজ হাই স্কুল উত্তর ২৪ পরগনা
সৃণ্বন্তি সাহা, সুনীতি একাডেমি, কোচবিহার
অর্পিতা মৃধা, তমলুক হাই স্কুল, পূর্ব মেদিনীপুর
পর্নবৃতা মন্ডল, রামপুরহাট গার্লস হাই স্কুল, বীরভূম,
অনুপম পাল, কন্টাই মডেল ইনস্টিটিউশন, পূর্ব মেদিনীপুর
সুশোভন দাস, দেশবন্ধু বিদ্যাপীঠ হাই স্কুল, কলকাতা
রম্যজিৎ সরকার, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া
অয়নীল নন্দী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, উত্তর ২৪ পরগনা
অর্বিন পাঁজা, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর
দিপ্তেশ পাল, রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন, বীরভূম
প্রিয়া দে, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, দার্জিলিং
কমল সাউ, জ্ঞান ভারতী বিদ্যাপীঠ বয়েজ, কলকাতা
সাগর চন্দ, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বর্ধমান
আরজু সুলতানা, চাচোল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন, মালদা
হৃতজিৎ সেন, টাকি হাউজ গভমেন্ট স্পন্সার মাল্টিপারপাস স্কুল ফর বয়স, কলকাতা
অগ্নিভ দাস, হাওড়া জেলা স্কুল, হাওড়া
অনন্যা সিনহা, জলপাইগুড়ি গভমেন্ট গার্লস স্কুল, জলপাইগুড়ি
সুজন পাল, জেনকিনস স্কুল, কোচবিহার
কোমল সিং, ন্যাশনাল হাই স্কুল শরৎ বসু রোড ক্যাম্পাস, কলকাতা
দেবজ্যোতি মাজি, তারকেশ্বর হাই স্কুল, হুগলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =