প্রিয় স্যারকে অপমান, প্রতিবাদে স্কুলে তালা ঝোলাল পড়ুয়ারা

জলপাইগুড়ি: প্রিয় শিক্ষককে দুর্ব্যবহারের প্রতিবাদে স্কুল গেটে তালা ঝোলাল পড়ুয়ারা৷ প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো মাঠে বসে বিক্ষোভ পড়ুয়াদের৷ পরে প্রিয় শিক্ষক স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের শান্ত করেন৷ জলপাইগুড়ি জেলার ডাউকুমারী স্কুলের ঘটনায় চাঞ্চল্য৷ জানা গিয়েছে, ওই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা ক্রীড়াবিদ সুপ্রিয় গুহ৷ অভিযোগ স্কুলের একটি বিষয় নিয়ে সভাপতি ও সুপ্রিয় বাবুর মধ্যে মনোমালিন্য হয়৷ এই

প্রিয় স্যারকে অপমান, প্রতিবাদে স্কুলে তালা ঝোলাল পড়ুয়ারা

জলপাইগুড়ি: প্রিয় শিক্ষককে দুর্ব্যবহারের প্রতিবাদে স্কুল গেটে তালা ঝোলাল পড়ুয়ারা৷ প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো মাঠে বসে বিক্ষোভ পড়ুয়াদের৷ পরে প্রিয় শিক্ষক স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের শান্ত করেন৷ জলপাইগুড়ি জেলার ডাউকুমারী স্কুলের ঘটনায় চাঞ্চল্য৷

জানা গিয়েছে, ওই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা ক্রীড়াবিদ সুপ্রিয় গুহ৷ অভিযোগ স্কুলের একটি বিষয় নিয়ে সভাপতি ও সুপ্রিয় বাবুর মধ্যে মনোমালিন্য হয়৷ এই নিয়ে স্কুল সভাপতি সুব্রত সরকার তথা স্থানীয় তৃণমূল নেতা সুপ্রিয়কে অপমান করেন৷ অপমানিত হয়ে তিনি স্কুল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান৷

বিষয়টি চোখে পড়ে যায় পড়ুয়াদের৷ শিক্ষককে কাঁদতে দেখে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা অবস্থান বিক্ষোভ শুরু করে দেয়৷ স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা৷ পরে বাধ্য হয়ে স্কুলের শিক্ষকরা সভাপতিসহ সুপ্রিয়র বাড়িতে যান৷ তাঁকে আনানো হয় স্কুলে৷ প্রিয় শিক্ষককে স্কুলে আসতে দেখে আবেগে ভাসে গোটা স্কুল৷ স্কুল গেট খুলে দেয় তারা৷ পরবর্তীতে সুপ্রিয় গুহ, স্কুল শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে মাঠে বসে বিষয়টি মিটমাট করে নেন৷

স্থানীয়রা জানিয়েছেন ওই প্রাক্তন শিক্ষক তথা সুপ্রিয় যেদিন স্কুল থেকে বিদায় নেন, সেদিনও তাঁদের খারাপ লেগেছিল৷ কিন্তু, স্কুল ছেড়ে দিলেও মানুষটি তারপর প্রায় প্রতিদিন নিয়মিত স্কুলে যান৷ পড়ুয়াদের নিয়ে খেলার ছলে পড়ান৷ এমন মানুষকে সভাপতি দুর্ব্যবহার করায় নিন্দা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =