শিক্ষক নিয়োগের দাবিতে ফের তপ্ত দাড়িভিট হাইস্কুল, ছাত্র বিক্ষোভ

রায়গঞ্জ: শিক্ষক নিয়োগের দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল দাড়িভিট হাইস্কুল৷ নমব শ্রেণির পড়ুয়াদের বিক্ষোভে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত পড়ুয়াদের৷ দাড়িভিট হাইস্কুলের পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই একই দাবি জানিয়ে আসা হলেও সমস্যার সমাধান হয়নি৷ নেই বিজ্ঞান বিষয়ের কোনও শিক্ষক৷ নেওয়া হয় না ক্লাস৷ যেহেতু তাদের বিজ্ঞানের

শিক্ষক নিয়োগের দাবিতে ফের তপ্ত দাড়িভিট হাইস্কুল, ছাত্র বিক্ষোভ

রায়গঞ্জ: শিক্ষক নিয়োগের দাবিতে ফের ছাত্র বিক্ষোভে উত্তাল দাড়িভিট হাইস্কুল৷ নমব শ্রেণির পড়ুয়াদের বিক্ষোভে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত পড়ুয়াদের৷

দাড়িভিট হাইস্কুলের পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই একই দাবি জানিয়ে আসা হলেও সমস্যার সমাধান হয়নি৷ নেই বিজ্ঞান বিষয়ের কোনও শিক্ষক৷ নেওয়া হয় না ক্লাস৷ যেহেতু তাদের বিজ্ঞানের ক্লাস করানো হয় না, তাই তারা পরীক্ষাও দেবে না৷ আজ ছিল নবম শ্রেণির ভৌতবিজ্ঞানের পরীক্ষা৷ কিন্তু, পরীক্ষা বয়কট করে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান শ’খানিক পড়ুয়া৷ স্কুলের তরফে পড়ুয়াদের বোঝানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়৷

এদিন সংবাদমাধ্যমে দাড়িভিট হাইস্কুলের পড়ুয়ারা জানিয়েছে, ‘‘আমাদের বিজ্ঞানের শিক্ষক নেই৷ আমাদের কোনও ক্লাস নেওয়া হয় না৷ আমার কিছুই শিখতে পারিনি৷ খাতায় কী লিখব বলুন৷ স্যারেরা বলছেন, যা যানিস তাই লেখ৷ কিন্তু, আমরা তো কিছুই জানি না, তো কি লিখব৷’’

শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে গতবছর ২১ সেপ্টেম্বর উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। পড়ুয়া-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক প্রাক্তন ছাত্রের। পরে হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মণ নামে আরও এক প্রাক্তনীর। এই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। নিহত ছাত্রদের পরিবারের দাবি, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তাদের ছেলের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন উত্তর দিনাজপুর পুলিশ সুপার। পুলিশের গুলিতে ছাত্রদের মৃত্যু হয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে পাল্টা দাবি করেন বিরোধীরা। দাড়িভিট হাইস্কুলকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজায় শোরগোল পড়ে যায় রাজ্যে। ছাত্র-পুলিশ সংঘর্ষের পর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়ে যায় দাড়িভিট হাইস্কুল৷ দীর্ঘদিন পর স্কুল খোলা হয়৷ স্কুলের পঠনপাঠন শুরু হওয়ার পর ফের শিক্ষক নিয়োগের দাবিতে এদিন তপ্ত হয়ে ওঠে গোটা স্কুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =